সাহস দেখালো DSP সিরাজ, সোশ্যাল মিডিয়ায় এই সুন্দরীর সাথে করলেন সম্পর্কের খোলাসা !! 1

প্রেমে পড়েছেন ভারতীয় দলের তারকা পেসার মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। এমনটাই গুঞ্জন সমাজ মাধ্যমে বিগত কয়েকদিন ধরেই। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ছবিকে ঘিরে মোহাম্মদ সিরাজের নামে তকমা লাগানো হচ্ছে যে তিনি প্রেমে মেতেছেন। তবে এর সত্যতা কতটা সে বিষয়ে মুখ খুললেন মোহাম্মদ সিরাজ নিজেই। আসলে বেশ কয়েকদিন আগেই বিখ্যাত কিংবদন্তি তারকা আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলেরর সঙ্গে ভাইরাল হয়েছিল মোহাম্মদ সিরাজের একটি ছবি। আর সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে শুরু হয়েছে চর্চা। আসলে ছবিটি তোলা হয়েছিল জানাইয়ের ২৩ তম জন্মদিন উপলক্ষে। সেই জন্মদিন পার্টিতে আমন্ত্রিত ছিলেন বলিউড তারকা সহ বেশ কিছু ক্রিকেটাররা। সেই অর্থে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং মোহাম্মদ সিরাজকে (Mohammed Siraj) জন্মদিনের উৎসবে দেখতে পাওয়া গিয়েছিল।

নতুন সম্পর্ক নিয়ে মুখ খুললেন সিরাজ

Mohammed Siraj and Zanai Bhosle
Mohammed Siraj | Image: Twitter

জানাই তার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন বেশ কয়েকটি ছবি। ভারতীয় দলের এই দুই তারকাদের ছবিও দেখা গেছে জনাইয়ের প্রফাইলে। তবে মোহাম্মদ সিরাজ এবং জানাই এর এই ছবি প্রকাশ পেতেই শুরু হয় প্রেমের গুঞ্জন। তবে সেই গুঞ্জনকে শুরুতেই থামিয়ে দিয়েছেন DSP সিরাজ। জানাই তার নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সিরাজের সঙ্গে তাঁর ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয় ভাই।’ পাল্টা সিরাজও তাঁকে বোন সম্বোধন করেছেন এবং তৈরি হওয়া জল্পনার ধামাচাপা দিয়েছেন। তাঁরা স্পষ্টত জানিয়ে দিয়েছেন তারা সম্পর্কে ভাই-বোন। এমনকি, সিরাজ তাঁর এই বোনকে তিনি কতটা ভালবাসেন সে কথাও লেখেন ভারতীয় পেসার।

Read More: ৬, ৬, ৬, ৬, ৬…ধাওয়ানের ধুন্ধুমার ব্যাটিং-এ ধরাশায়ী প্রোটিয়া শিবির, একদিনের ম্যাচে করলেন দ্বিশতক !!

দল থেকে বাদ পারলেন সিরাজ

Mohammed Siraj,
Mohammed Siraj | Image: Getty Images

গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটে নিয়মিত খেলে আসছেন মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিন ফরম্যাটেই দাপিয়ে খেলে বেড়িয়েছেন তিনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জয় করেছেন তিনি। তবে গত বছর থেকে তাকে ছন্দ হারাতে দেখা গিয়েছে। তার খারাপ ফর্মের খেসারত দিতে হয়েছে তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে জায়গা হয়নি সিরাজের। ভারতের জার্সিতে ২০২৩ সালে ওডিআই ফরম্যাটে সেরা বোলার ছিলেন তিনি। তবে, তার নিম্নমানের প্রদর্শন তাকে দল থেকে ছাঁটাই করতে বাধ্য করেছে।

Read Also: Mohammed Siraj: বলিউড তারকার প্রেমে পাগল মোহম্মদ সিরাজ, খুব শীঘ্রই হবে চার হাত এক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *