“আমার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিল…” রোহিত শর্মাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মোহাম্মদ সিরাজের !! 1

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছে মোহম্মদ সিরাজ (Mohammed Siraj)। টিম ইন্ডিয়ার হয়ে একাধিক ম্যাচ উইনিং পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সেরা পেশার হয়েছিলেন তিনি। এমনকি চলতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অসাধারণ বোলিং প্রদর্শন দেখাচ্ছেন তিনি। তার দুর্দান্ত পারফরমেন্সে জরেই ভক্তদের থেকে বেশ সমর্থন পাচ্ছেন সিরাজ। বর্তমানে সাদা বলের ক্রিকেটে সেভাবে দেখা যাচ্ছে না তাকে। তবে বছর দুই আগে তিনি ওডিআই ফরম্যাটের নম্বর ওয়ান পেশার ছিলেন। ভারতের শীর্ষ পেশার হওয়ার পরেও তাকে বাদ পড়তে হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল দুবাইয়ের মঞ্চে জয়লাভ করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি।

চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ পড়েন সিরাজ

Mohammed Siraj,রোহিত
Mohammed Siraj | Image: Getty Images

মোহাম্মদ সিরাজকে সেই দলে সুযোগ দেওয়া হয়নি, তবুও ভারত চ্যাম্পিয়ন ট্রফি জিততে সক্ষম হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মা সিরাজকে পুরনো বলে অনুপযুক্ত বোলার বলে সংবাদ সম্মেলনে বড় মন্তব্য করেছিলেন। সংবাদ সম্মেলনীতে রোহিত শর্মা বলেছিলেন, “সিরাজ পুরানো বলে অতটাও ভার রাখেন না।” তবে সে সময় দল থেকে বাদ পড়ার আসল কারণ খোলাসা করলেন মোহাম্মদ সিরাজ। বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক পরিবর্তিত হয়েছে। ওডিআই ফরমেটে ভারতের নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল। রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত ভক্তদের মাথার উপর দিয়েই গিয়েছে।

Read More: ভারত সফরে বড়ো বিপত্তি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অস্ট্রেলিয়ার ‘এ’ দলের একাধিক তারকা !!

রোহিতকে নিয়ে বড় খোলাসা করলেন সিরাজ

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

তবে, এক সাক্ষাৎকারে সিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার বিষয়টি তুলে ধরেছেন। সিরাজ বলেছেন, “আমার আত্মবিশ্বাস ছিল আমি তিন ফর্মাটেই ভালো করবো। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে প্রচণ্ড গরম ছিল। যে কারণেই স্পিনাররা ওখানে অতিরিক্ত সুবিধা পেত। তাই আমাকে দলে নেওয়া হয়নি। রোহিত ভাই আগে থেকেই আমাকে জানিয়ে দিয়েছিলেন স্পিনারদের সেখানে বেশি কাজে লাগবে। আমাকে তিনি বেঞ্চে বসিয়ে রাখতে চাইছিলেন না। তাই তিনি আমাকে বলেছিলেন ওই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে এবং ফিটনেস নিয়ে কাজ করতে। তার পরেই ছিল ইংল্যান্ড সিরিজ। ওই সময় আমি নিজের ফিটনেস নিয়ে কাজ করেছিলাম।

রোহিতের অনুপ্রেরণা কাজে দেয় সিরাজের। ইংল্যান্ডের মাটিতে সিরাজ ১৮৬ ওভার বোলিং করেছিলেন এবং তুলে নিয়েছিলেন ২৩ উইকেট। তার দুর্দান্ত বোলিং প্রদর্শনের জেরেই ভারতীয় দল শেষ টেস্ট ম্যাচটি জিততে সক্ষম হয়েছিল।

Read Also: অস্ট্রেলিয়া সিরিজেই অবসর নেবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, ফাঁস হলো অন্দরের খবর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *