ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ক্রিকেট ভক্তদের কাছে রোমাঞ্চকর হয়ে উঠেছে। সিরাজের প্রতিটি ম্যাচের উন্মাদনা ক্রিকেটের উত্তাপকে আরও বৃদ্ধি করেছে। গত বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্ট ম্যাচে ইংলিশ বাহিনীদের বিরুদ্ধে মাঠে নেমেছে ব্লু ব্রিগেডরা। এই ম্যাচের আগে থেকেই একের পর এক চোট সমস্যায় পড়েছে ভারতীয় দল। ইতিমধ্যেই চলতি সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন আর্শদীপ সিং (Arshdeep Singh) ও নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) মতো তারকা সদস্য। তবে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে এখনও চোখে চোখ রেখে লড়াই চালাচ্ছে ভারত। এর মধ্যেই বেন ডাকেট (Ben Duckett) এবং মহম্মদ সিরাজের (Mohammed Siraj) মধ্যে বিবাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো।
Read More: দেশের স্বার্থে শরীর বাজি রাখলেন ঋষভ পন্থ, যন্ত্রণা উপেক্ষা করেই নামলেন ব্যাট হাতে !!
সম্মুখ সমরে সিরাজ ও ডাকেট-

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম থেকেই ভারতীয় (IND vs ENG) পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৩ ম্যাচে ১৩ টি উইকেট সংগ্রহ করে এখনও পর্যন্ত এই সিরিজে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এই তারকা পেসার চলতি সিরিজে একাধিকবার ইংলিশ তারকাদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার জড়িয়ে বিতর্কে উঠে এসেছেন। হেডিংলেতে সিরাজ (Mohammed Siraj) হ্যারি ব্রুকের (Harry Brook) সঙ্গে মাঠের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়েছিলেন। এবার চতুর্থ টেস্ট ম্যাচে বেন ডাকেট (Ben Duckett) এবং মহম্মদ সিরাজের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সামনে উঠে এলো।
ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে বেন ডাকেট (Ben Duckett) বিধ্বংসী হয়ে ওঠেন। তিনি ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এইরকম পরিস্থিতিতে একসময় মাঠের মধ্যে মহাম্মদ সিরাজকে (Mohammed Siraj) বেন ডাকেটের (Ben Duckett) দিকে আঙ্গুল তুলে তেড়ে আসতে দেখা যায়। অন্যদিকে ইংলিশ তারকাকেও সিরাজের উদ্দেশ্যে কিছু বলতে দেখা গেছে। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষে আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেখুন সেই ভিডিওটি-
কোণঠাসা ভারত-

চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দলের হয়ে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং কেএল রাহুল (KL Rahul) দুরন্ত শুরু করার চেষ্টা করেন। যশস্বী ৫৮ এবং রাহুল ৪৬ রান সংগ্রহ করেন। এরপর সাই সুদর্শন (Sai Sudarshan) আবারও একাদশে জায়গা পেয়ে দলের ভরসা হয়ে ওঠেন। এই তরুণ ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৬১ রান। কিন্তু শুভমান গিল (Shubman Gill) ব্যাট হাতে ব্যর্থ হন। ভারতীয় অধিনায়ক প্রথম ইনিংসে মাত্র ১২ রান করে মাঠ ছাড়েন।
তবে ভারতীয় ব্যাটিং অর্ডারে চোটের মধ্যে দাঁড়িয়েও ঋষভ পান্থের (Rishabh Pant) লড়াই প্রশংসিত হচ্ছে। তিনি ৭৫ বলে ৫৪ রানের ইনিংস খেলে ভারতীয় দলের স্কোরবোর্ডকে সম্মানজনক অবস্থা পৌঁছে দেন। ব্লু ব্রিগেডরা প্রথম ইনিংসে ৩৫৮ রান সংগ্রহ করেছে। কিন্তু এই রান তাড়া করতে নেমে জ্যাক ক্রাউলি (Zak Crawley) এবং বেন ডেকেট (Ben Duckett) ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে রীতিমতো জ্বলে ওঠেন। তারা দুজনে মিলে ১৯২ বলে ১৬৬ রানের পার্টনারশিপ গড়েন। জ্যাকের ব্যাট থাকে ৮৪ এবং ডেকেটের ব্যাট থেকে ৯৪ রান এসেছে। এর ফলে দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে নিয়েছে ইংলিশ বাহিনী।