একটি দলকে টুর্নামেন্টে ট্রফি জয় করতে হলে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগকেই শক্তিশালী হতে হবে। এই কারণে ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য একটি শক্তিশালী বোলিং অর্ডার সাজাচ্ছে বিসিসিআই (BCCI)। আর কিছুদিনের মধ্যেই এশিয়া কাপের জন্য ভারতীয় দল প্রকাশ করা হবে। এই বছর আইপিএলে (IPL 2025) এবং ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে দুরন্ত পারফর্মেন্স করা ক্রিকেটারদের নিয়ে নির্বাচকরা বেশি ভাবনাচিন্তা করছেন। আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) অনেক তারকা ক্রিকেটার ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরে আসবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে সন্মান বাঁচানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই তারকাকেই বাদ দিচ্ছেন গম্ভীর (Gautam Gambhir)।
Read More: ‘ঘরের ছেলে’কে ফেরাতে সচেষ্ট KKR, ভুল শুধরে খরচ করছে কোটি কোটি টাকা !!
বাদ এই তারকা পেসার-

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় দল সামনে থেকে লড়াই করেছিল। ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন অধিনায়ক। অন্যদিকে চোট সমস্যা যাতে বৃদ্ধি না পায় সেই জন্য জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ইংলিশ বাহিনীদের বিপক্ষে মাত্র ৩ টি ম্যাচে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। এই তারকা পেসারের অনুপস্থিতিতে বোলিং অর্ডারের দায়িত্ব কাঁধে তুলে নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। পঞ্চম গুরুত্বপূর্ণ টেস্টে ৯ উইকেট সংগ্রহ করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন এই তারকা।
যার ফলে সিরিজটি ড্র করতে সক্ষম হয় ব্লু ব্রিগেডরা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সিরাজ ৫ ম্যাচে ২৩ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন। কিন্তু সূত্র অনুযায়ী এই তরকা পেসার আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলে জায়গা পাবেন না। তার বদলে হর্ষিত রানা (Harshit Rana), আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) মতো তরুণ পেসারদের বেশি গুরুত্ব দিচ্ছেন গৌতম গম্ভীর। এছাড়াও অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের (IND vs WI) ২ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। তার আগে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বিশ্রাম দিতে চাইছেন নির্বাচকরা।
ফিরছেন শুভমান গিল-

রোহিত শর্মার (Rohit Sharma) পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতীয় টি-টোয়েন্টি দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু তিনি এখনও কোনো বড়ো টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেননি। এই বছর আইপিএলে গুজরাট টাইটান্সের (GT) হয়ে অধিনায়ক হিসেবে বিশেষ নজর কেড়েছিলেন গিল (Shubman Gill)। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও তাকে দক্ষতার সঙ্গে সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে দেখা। এই কারণে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) সূর্যকুমারের বদলে গিলকে অধিনায়ক হিসেবে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় টেস্ট অধিনায়ক গত বছর জুলাই মাসে শ্রীলঙ্কার (IND vs SL) বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিলেন। তারপর দীর্ঘদিন তিনি এই ফরম্যাটে জাতীয় দলের বাইরে থাকলেও আইপিএলের (IPL 2025) মঞ্চে নিজের দাপট বজায় রেখেছেন। এই বছর আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ১৫ ম্যাচে ৬৫০ রান সংগ্রহ করেন এই তারকা। উল্লেখ্য এখনও পর্যন্ত দেশের হয়ে গিল (Shubman Gill) ২১ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৫৭৮ রান সংগ্রহ করেছেন।