দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে পরাজিত হয়ে ভারতীয় দল বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে লড়াই করেও জয় তুলে নিতে পারেনি শুভমান গিলরা (Shubman Gill)। কিন্তু গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে দুরন্ত লড়াই করে ঋষভ পান্থরা (Rishabh Pant) ঘুরে দাঁড়াবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই ম্যাচের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করেন। কিন্তু এই পরিবর্তন ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই কোনো প্রভাব ফেলতে পারিনি। বিশাল ব্যবধানে পরাজিত হয়ে মাঠ ছাড়ে ব্লু ব্রিগেডরা। এরপরই বাড়ি ফিরতে দেরি হওয়ার জন্য বিমান সংস্থার ওপর ক্ষোভ প্রকাশ করলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
Read More: ‘ভারতকে জোকার বানিয়ে ছেড়েছি..’, দঃ আফ্রিকার কোচের বিতর্কিত মন্তব্যে মুখ পুড়ল গম্ভীরদের !!
বিমান সংস্থার ওপর ক্ষোভ প্রকাশ-

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দল প্রথম বারের মতো আন্তর্জাতিক টেস্ট ম্যাচে মাঠে নেমেছিল। এই ম্যাচ ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে ছিল বিশেষ উন্মাদনা। শুভমান গিলের চোটের কারণে এই ম্যাচে নেতৃত্বে দায়িত্বে ছিলেন ঋষভ পান্থ। কিন্তু তিনিও শেষ পর্যন্ত দলের হাল ফেরাতে পারেননি। ব্লু ব্রিগেডরা ৪০৮ রানে পরাজিত হয়। এরপর ম্যাচ শেষে বাড়ি ফিরতে গিয়ে বিপাকে পড়েন মহম্মদ সিরাজ।
চার ঘণ্টা অপেক্ষা করার পর বাতিল হয়ে যায় বিমান। ফলে রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিমান সংস্থাকে নিয়ে বিতর্কিত পোস্ট করে বসেন ভারতীয় দলের এই তারকা পেসার। কোনো কারণ ছাড়াই তাকে অপেক্ষা করতে হচ্ছে বলে উল্লেখ করেন। এছাড়াও স্পষ্ট করে দেন যে ভবিষ্যতে আর কেউ এই সংস্থার বিমানে না ভ্রমণ করেন। এই ঘটনা বর্তমানে রীতিমতো চর্চায় উঠে এসেছে।
বিমান সংস্থাকে নিয়ে পোস্ট-

বুধবার রাত ১১.৩৩ মিনিটে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিস্ফোরক পোস্ট করেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিনি লেখেন, “গুয়াহাটি থেকে হায়দ্রাবাদগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ২৮৮৪ বিমানটি সন্ধ্যা ৭.২৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু সেই বিমান এখনও ছাড়িনি। জানার চেষ্টা হলেও এখনও পর্যন্ত কোনো কারণ জানানো হয়নি। সংস্থার পক্ষ থেকেও যোগাযোগ করা হচ্ছে না। কোনো কারণ ছাড়াই তারা বিমান ছাড়ার সময় পিছিয়ে যাচ্ছেন।
এই ঘটনা সত্যিই হতাশাজনক। প্রতিটি যাত্রীর এইটুকু জানার অধিকার রয়েছে। বিমান ছাড়ার নির্ধারিত সময়ের থেকে ৪ ঘন্টা কেটে গেছে। খুবই খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। যদি এই ঘটনার কারণ সঠিকভাবে না জানা যায় তাহলে আমি বলব এয়ার ইন্ডিয়ার কোনো বিমানে আপনারা ভ্রমণ করবেন না।” পরে বিমান সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে পোস্টটির উত্তর দেওয়া হয়। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে একেবারেই ছন্দে ছিলেন না সিরাজ। ২ ম্যাচে মাত্র ৬ টি উইকেট সংগ্রহ করেন।