IPL 2025: আইপিএলে ক্রিকেটারদের দল পরিবর্তন হওয়া একটি স্বাভাবিক ঘটনা। তবে অনেক তারকা আছেন যারা দীর্ঘদিন ধরে একটি দলের হয়েই অংশগ্রহণ করে আসছেন। ২০২২ সালে গুজরাট টাইটান্স (Gujarat Titans) আইপিএলে (IPL 2025) আত্মপ্রকাশ করার পর প্রথম থেকেই এই দলের হয়ে মহম্মদ শামি (Mohammed Shami) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ট্রফি জয়ের ক্ষেত্রেও গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) সাহায্য করেছেন তিনি। কিন্তু ২০২৫ মেগা নিলামের আগে আচমকাই শামিকে (Mohammed Shami) দল ছেড়ে দেয়। ফলে আসন্ন আইপিএলে এই তারকা পেসারকে নতুন দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে।
গুজরাট দলের বাইরে মহম্মদ শামি-

২০২২ সালে গুজরাট টাইটান্স আইপিএলে আত্মপ্রকাশ করেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ২০২৩ আইপিএলে এই দলটি ফাইনালে প্রবেশ করে আবারও চমক দেয়। প্রথম থেকেই মহম্মদ শামি (Mohammed Shami) গুজরাট টাইটান্সের হয়ে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু ২০২৫ মেগা নিলামের আগে এই তারকা পেসারকে গুজরাট টাইটান্স (Gujarat Titans) ছেড়ে দেয়। নিলামে আরটিএম কার্ড ব্যবহার করেও শামিকে ধরে রাখিনি দলটি। ফলে ১০ কোটি টাকার বিনিময়ে মহম্মদ শামি সানরাইর্জাস হায়দ্রাবাদে (Sunrisers Hyderabad) যোগ দিয়েছেন। এই বছর প্যাট কামিন্সের (Pat Cummins) সঙ্গে জুটি বেঁধে তাকে বিপক্ষদের উইকেট উড়িয়ে দিতে দেখা যাবে। পুরোনো দলের বিপক্ষে শামি (Mohammed Shami) ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।
আইপিএলে মহম্মদ শামির পারফর্মেন্স-

২০২২ আইপিএলে গুজরাটের হয়ে ১৬ ম্যাচে ২০ টি উইকেট সংগ্রহ করেছিলেন শামি (Mohammed Shami)। ২০২৩ আইপিএলে তিনি ১৭ ম্যাচে ২৮ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন। কিন্তু ২০২৩ একদিনের বিশ্বকাপের পর গোড়ালিতে চোট পাওয়ার জন্য এই তারকা পেসার গত বছর আইপিএলে অংশগ্রহণ করতে পারেননি। এই চোটের কারণেই সম্ভবত এই বছর গুজরাট টাইটান্স (Gujarat Titans) শামিকে ছেড়ে দিয়েছে। উল্লেখ্য এখনও পর্যন্ত তিনি আইপিএলে ১১০ ম্যাচে মোট ১২৭ টি উইকেট সংগ্রহ করেছেন। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতের হয়ে বল হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন শামি। এই টুর্নামেন্টে ৫ ম্যাচে ৯ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। ফলে সানরাইর্জাস হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) হয়ে আইপিএলেও শামি ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করা হচ্ছে।