শশুরবাড়ির এলাকার ভোটার তালিকা বাদ হাসিন জাহানের নাম, মুছলেন শামির চিহ্ন !! 1

ভারতীয় দল আগামীকাল এই বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামতে চলেছে। নিউজিল্যান্ডের (India vs Newzealand Series) বিপক্ষে ওডিআই ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আবারও ভক্তদের মন জয় করে নেওয়ার জন্য প্রস্তুত। সম্প্রতি দুই তারকাকে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। এই ঘরোয়া টুর্নামেন্টে মহম্মদ শামিও (Mohammed Shami) দুরন্ত ফর্মে রয়েছেন। কিন্তু জাতীয় দলে এই তারকা কামব্যাক করতে পারছেন না‌। যা নিয়ে জাতীয় দলের নির্বাচকরা রীতিমতো প্রশ্নের মুখে পড়েছেন। এবার শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) ভোটার তালিকা থেকে নাম বাদ গেল।

Read More: ‘জয় শাহ’এর থেকে ট্রফি নেব না..’, টি২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই হুংকার বাংলাদেশ বোর্ডের !!

ভোটার তালিকা থেকে নাম বাদ-

শশুরবাড়ির এলাকার ভোটার তালিকা বাদ হাসিন জাহানের নাম, মুছলেন শামির চিহ্ন !! 2
Hasin Jahan | Image: Twitter

২০১৪ সালে ভারতের তারকা পেসার মহম্মদ শামি হাসিন জাহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে ২০১৮ সালে এই সম্পর্কে ফাটল ধরে। হাসিন তারকা ক্রিকেটার এবং তার পারিবারের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগ সামনে আনেন। এর ফলে তারা দুজনে দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। মহম্মদ শামি উত্তরপ্রদেশের আমরোহা জেলার সহসপুর আলিনগর থেকে উঠে এসেছেন। এখানের ভোটার ছিলেন হাসিন জাহান‌ও।

২০২২ সালের বিধানসভা নির্বাচনের সময় এখানকার গ্ৰামে ভোট দিয়েছিলেন। তবে ভারতীয় তারকা পেসারের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর হাসিন জাহান তার কন্যার সঙ্গে কলকাতায় থাকছেন। এখানের ভোটার তালিকাতেও নাম তুলেছেন তিনি। দুই জায়গায় ভোটার তালিকার নাম থাকার কারণে বিপাকে পড়েন। এস‌আইআর প্রক্রিয়া চলাকালীন ডিসেম্বর মাসে এই বিষয়ে নোটিশ পান।

সূত্র অনুযায়ী হাসিন জাহান বিএল‌ও’কে আমরোহা জেলার সহসপুর থেকে নাম কেটে দেওয়ার জন্য আবেদন করেছেন। মহম্মদ শামি এবং তার ভাই মহম্মদ কাইফ‌ও দুই জায়গার ভোটার ছিলেন। তাদের দুজনের‌ও একই রকম সমস্যা তৈরি হয়। এই তারকা ক্রিকেটার এবং তার ভাই কলকাতাতে নিজেদের নাম রাখতে অনুরোধ জানিয়েছেন। ফলে তারা আর উত্তরপ্রদেশের ভোটার নন।

জাতীয় দলে পাচ্ছেন না সুযোগ-

শামি, শুভমান গিল
Mohammed Shami | Image: Getty Images

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। তিনি বল হাতে রীতিমতো জ্বলে ওঠেন। মাত্র ৫ ম্যাচে ৯ উইকেট সংগ্রহ করেছিলেন তিনি।‌ কিন্তু এরপর চোটের কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে চলে গিয়েছিলেন। বর্তমানে সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এই তারকা। কিন্তু জাতীয় দলে কামব্যাক করতে পারছেন না। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই একের পর এক চমক দিচ্ছেন শামি।

গত বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy 2025) ৭ ম্যাচে ১৬ টি উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন এই তারকা। তার বোলিং ইকোনমি রেট ছিল ৮.৯০। চলতি বিজয় হাজারে ট্রফিতেও (Vijay Hazare Trophy 2025) দাপট বজায় রেখেছেন। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত বাংলার হয়ে পাঁচ ম্যাচে ১১ টি উইকেট নিজের দখলে করেছেন। এই লিগে এই তারকার বোলিং ইকোনমি ৫.৬৫।

Read Also: বাংলাদেশকে ব্যান করছে ভারত সরকার, টি২০ বিশ্বকাপ বিতর্কে সামনে এল চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *