Mohammed Shami: পুরো বিশ্বকাপ জুড়ে দমিয়ে ক্রিকেট খেলার পর অজিদের কাছে পরাজিত হয়ে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ হয়েছিল হাতছাড়া। বিশ্বকাপ ফাইনালে আর প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া মাত্র ২৪০ রান বানাতে সক্ষম হয়েছিল যেখানে অস্ট্রেলিয়া দল ৪৪ তম ওভারে তাদের ষষ্ঠ ট্রফি জয় করে। তবে এবারের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জয়ের ধরা বজায় রাখতে সবথেকে বড় ভূমিকা নিয়েছিলেন মোহম্মদ শামি (Mohammed Shami)। হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে চোট পাওয়ার পর দলে সুযোগ এসেছিল শামির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবারের বিশ্বকাপে অভিষেক করেন মোহম্মদ শামি আর প্রথম ম্যাচেই ৫ উইকেট তুলে নেন শামি।
Read More: নেতৃত্ব থেকে রোহিত সরলেই ভাগ্য খুলবে অর্জুন তেন্ডুলকরের বন্ধুর, জাতীয় দলে ফিরে পাবেন জায়গা !!
শামিকে নিয়ে খিল্লি করলেন হাসিন জাহান
এমনকি সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপে মাত্র ৭ ম্যাচে মোট ২৪ উইকেট নিয়ে এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিও হয়ে উঠেছিলেন। তবে শামির পারফরমেন্স দেখে একেবারে খুশি হননি তার স্ত্রী। প্রসঙ্গত ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন মোহাম্মদ শামির (Mohammed Shami) স্ত্রী হাসিন জাহান। আর এই রিলটিতে তার পাশে ছিল একজন যুবতী। রিলে মেয়েটির মুখ থেকে শোনা যায়, “ভগবান যে সকল মেয়েদের সুন্দরী বানান তাদের বর’দের সমসময় টাকলা বানায়…” মূলত এখানে শামিকে কটাক্ষ করেই রিলটি বানিয়েছেন তিনি। মোহাম্মদ শামির বিগত কয়েক বছর ধরে চুল হারাতে দেখা গিয়েছে। কিছুদিন আগে এটাও শোনা গিয়েছিল যে তিনি নকল চুল লাগাতে চলেছেন।
২০১৮ সাল থেকেই শামির পিছনে পরে রয়েছেন হাসিন। তার স্ত্রী হাসিন জাহান তার বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করেছিলেন। শামির উপর গার্হস্থ্য সহিংসতা, ম্যাচ ফিক্সিং এবং পাকিস্তানের একজন মহিলার সাথে মেলামেশার অভিযোগও এনেছিলেন। এখনও পর্যন্ত শামির নামে মামলা করে রেখেছেন হাসিন। অন্যদিকে শামি চোটের সমস্যায় ভুগছেন, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে তার খেলার সম্ভাবনা অনেকটাই কম।