IND vs ENG: ইংল্যান্ডের বিপক্ষে ভারতের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিসিসিআই (BCCI)। আইপিএলের (IPL 2025) পরেই এই সিরিজে দুরন্ত পারফর্মেন্স করে ব্লু ব্রিগেডরা টেস্ট ক্রিকেটে কামব্যাক করতে চাইছে। তরুণ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে দলে অভিজ্ঞ ক্রিকেটারদের ভারসাম্য বজায় রাখতে চাইছেন নির্বাচকরা। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়ার কারণে টেস্ট দলের ব্যাটিং বিভাগে একাধিক পরিবর্তন দেখা যাবে। অন্যদিকে বোলিং বিভাগেকেও শক্তিশালী করতে বিসিসিআই (BCCI) ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। তবে এর মধ্যেই ভারতীয় দলের জন্য চিন্তার খবর সামনে এলো।
Read More: IPL 2025: বাইশ গজে ডাহা ফেল ঋষভ পন্থ, আর বয়ে বেড়াতে রাজী নয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!
ইংল্যান্ড সফরে নেই মহম্মদ শামি-

২০ জুন থেকে ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে। ফলে খুব তাড়াতাড়ি ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)। সূত্র অনুযায়ী মহম্মদ শামিকে (Mohammed Shami) ছাড়াই এবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় টেস্ট দল। এই তারকা পেসার শেষ ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছিলেন। তারপর চোটের কারণে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজে শামিকে (Mohammed Shami) দলে রাখা হয়নি। সাম্প্রতিক সময় গোড়ালিতে অস্ত্রোপচার হওয়ার পর এই তারকা পেসার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসার চেষ্টা করছেন। কিন্তু এখুনি তিনি টেস্ট ম্যাচে ১০ ওভার বল করার জন্য প্রস্তুত কিনা তা নিশ্চিত নয় নির্বাচকদের কাছে। বিসিসিআইয়ের (BCCI) এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) হয়ে মহম্মদ শামি (Mohammed Shami) ৪ ওভার বল করছেন। কিন্তু বোর্ড এবং নির্বাচকরা জানেন না যে তিনি দিনে ১০ ওভারের বেশি বল করতে পারবেন কিনা। ইংল্যান্ডে টেস্ট ম্যাচের জন্য পেসারদের কাছ থেকে দীর্ঘ স্পেলের প্রয়োজন হতে পারে। আমরা কোনোরকম ঝুঁকি নিতে চাইছি না।” তাই ইংল্যান্ডের বিপক্ষে মহম্মদ শামিকে (Mohammed Shami) বাইরে রেখেই দল বাছাই করা হচ্ছে।
জায়গা পাবেন আর্শদীপ সিং-

মহম্মদ শামির (Mohammed Shami) পরিবর্তে ইংল্যান্ড সফরের জন্য আর্শদীপ সিংকে (Arshdeep Singh) বাছাই করা হতে পারে। গত বছর কাউন্টি ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন এই বাঁহাতি পেসার। এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক না করলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে ২১ ম্যাচে ৬৬ টি উইকেট সংগ্রহ করেছেন আর্শদীপ। চলতি আইপিএলে (IPL 2025) তিনি ছন্দে রয়েছেন। ১২ ম্যাচে শিকার করেছেন ১৬ টি উইকেট। তবে তরুণ পেসার অনশুল কাম্বোজের (Anshul Kamboj) দিকেও নির্বাচকদের বিশেষ নজর রয়েছে। হরিয়ানার এই ক্রিকেটার এই বছর রঞ্জি ট্রফিতে ৬ ম্যাচে ৩৪ টি উইকেট সংগ্রহ করেন। ইতিমধ্যেই ইংল্যান্ডের সফরের জন্য ভারতীয় ‘এ’ দলে ডাক পেয়েছেন অনশুল। অন্যদিকে রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে চিন্তাভাবনা করা হয়েছিল। কিন্তু চোট থেকে ফিরে এসে এখুনি এতোটা চাপ নেওয়ার জন্য প্রস্তুত নন এই তারকা পেসার। ফলে শুভমান গিলকে (Shubman Gill) ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।