BCCI'এর বঞ্চনার মধ্যেই আইনি জটিলতায় মহম্মদ শামি, শুনানির জন্য পেলেন ডাক !! 1

ভারতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) শিরোপা ধরে রাখার বড়ো চ্যালেঞ্জ রয়েছে। এই বছর শ্রীলঙ্কা এবং ভারত যৌথভাবে এই আইসিসির (ICC) জনপ্রিয় টুর্নামেন্টে আয়োজন করতে চলেছে। তার আগে প্রস্তুতি হিসাবে নিউজিল্যান্ডের (India vs Newzealand Series) বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ব্লু ব্রিগেডরা। তার আগে কিউইদের বিপক্ষে রয়েছে তিন ম্যাচে ওডিআই সিরিজ।

ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা ঈশান কিষাণ (Ishan Kishan)!টি-টোয়েন্টি দলে ইতিমধ্যে কামব্যাক করেছেন। একদিনের দলে জায়গা ফিরে পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। কিন্তু নিজেকে বারবার প্রমাণ করেও জাতীয় দলে জায়গা পেলেন না মহম্মদ শামি (Mohammed Shami)। এবার তিনি আইনি জটিলতার মধ্যে পড়লেন।

Read More: TOP 5: জাদেজা থেকে ওয়ার্নার, মুস্তাফিজুর ছাড়াও এই ৫ ক্রিকেটার IPL থেকে নিষিদ্ধ হয়েছিলেন !!

এস‌আই‌আর শুনানিতে ডাক-

শামি, শুভমান গিল
Mohammed Shami | Image: Getty Images

জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে বাংলা দলের হয়ে ঘাম ঝরাচ্ছেন মহম্মদ শামি। বর্তমানে তিনি সৈয়দ মুশতাক আলী (Syed Mushtaq Ali) ট্রফিতে ব্যস্ত রয়েছেন। এর মধ্যেই তাকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR)’এর শুনানি পর্বে ডেকে পাঠানো হল। সোমবার যাদবপুর কার্জননগর স্কুলের শুনানিতে ডাকা হয়েছিল এই তারকা পেসারকে। কিন্তু তিনি এই মুহূর্তে শহরে না থাকায় শুনানিতে যাননি।

বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার জন্য বর্তমানে রাজকোটে রয়েছেন শামি। ৮ জানুয়ারি পর্যন্ত ওখানেই থাকবেন। এরপর টুর্নামেন্টের পরবর্তী পর্বে যদি বাংলা জায়গা পায় তাহলে ১২ জানুয়ারি থেকে আবার‌ও ব্যস্ত হয়ে যাবেন এই আলোচিত পেসার। তার মাঝে ৯ থেকে ১১ জানুয়ারি মধ্যে নির্বাচন কমিশনে গিয়ে এস‌আইআর সম্বন্ধে তার সমস্যার সমাধানের জন্য শুনানিতে অংশগ্রহণ করবেন।

কলকাতা পৌরসভার ৯৩ নং ওয়ার্ডের ভোটার শামি। এই ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস বিষয়টি দায়িত্ব নিয়ে নজর রাখছেন। তিনি বলেন, “কার্জননগরের স্কুলে যেখানে এস‌আইআরের শুনানি চলছে তার কাছেই মহম্মদ শামির বাড়ি। তিনি এই মুহূর্তে বাংলার হয়ে অন্য রাজ্যে খেলতে গেছেন। ওনার এস‌আইআর’এর শুনানির বিষয়ে আমি সমস্তরকম সাহায্য করছি।”

দুরন্ত ফর্মে শামি-

শামি
Mohammed Shami | Image: Twitter

মহম্মদ শামি (Mohammed Shami) শেষ ভারতের হয়ে গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন। এরপর নিজের চোট সমস্যা থেকে সম্পূর্ণভাবে নিজেকে সুস্থ করে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই একের পর এক চমক দিচ্ছেন এই তারকা। বাংলার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন।

এই টুর্নামেন্টে ৭ ম্যাচে ১৬ টি উইকেট সংগ্রহ করে জ্বলে ওঠেন। তার বোলিং ইকোনমি রেট ছিল ৮.৯০। বর্তমানে চলমান বিজয় হাজারে ট্রফিতেও জ্বলে উঠেছেন এই তারকা। এখনও পর্যন্ত বাংলার হয়ে ৫ ম্যাচে এই টুর্নামেন্টে সংগ্রহ করেছেন ১১ টি উইকেট। এই লিগে তার বোলিং ইকোনমি রেট ৫.৬৫।

Read Also: “অপমান সহ্য করব না..”, মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পর IPL নিয়ে এবার বড়ো সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *