IPL-এর মাঝেই 'প্রাণনাশের' হুমকি পেলেন মোহম্মদ শামি, হলেন পুলিশের দ্বারস্থ !! 1

IPL 2025: ভারতীয় ক্রিকেট দলের প্রমুখ পেসার মোহাম্মদ শামি (Mohammed Shami) আইপিএলের মঞ্চে তাকে চেনা ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে না।  চলতি আইপিএলে (IPL 2025) শামি ৯ ইনিংসে ১১.২৩ ইকোনমিতে ৬ উইকেট নিয়েছেন। চেনা ছন্দে শামিকে না দেখতে পাওয়ার খেসারত গুনতে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ দলকে। এবারের আইপিএলে পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্লে-অফে পৌঁছাতে তাদেরকে বাঁকি ম্যাচ গুলিতে শুধু জিতলেই হবে না বরং বড় ব্যাবধানে জিততে হবে।

নেটিজেনরা দলের বোলিং বিপর্যয়ের ভার শামির উপরেই তুলে দিয়েছেন। তবে, ভারতীয় দলের এই কিংবদন্তি পেসার ব্যাক্তিগত জীবনে বেশ সমস্যায় রয়েছেন। সূত্রের খবর, ইমেলের মাধ্যমে নাকি হত্যার হুমকি দেওয়া হয়েছে শামিকে। অভিযুক্ত ১ কোটি টাকা দাবি করেছে এবং টাকা না দিলে হত্যার হুমকি দিয়েছে। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে মোহম্মদ শামি এবং তার পরিবার আতঙ্কে রয়েছেন।

হুমকির ইমেল পেলেন মোহম্মদ শামি

Ipl 2025
Mohammed Shami | Image: Getty Images

হুমকির ইমেলটি প্রথমে মোহম্মদ শামির বড় ভাই মোহাম্মদ হাসিব দেখেন। এরপর তিনি আমরোহার এসপিকে বিষয়টি জানান। এরপর অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং শামির বাড়ির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। হাসিব জানিয়েছেন যে, প্রথম ই-মেইলটি ৪ মে সন্ধ্যায় শামিকে পাঠানো হয়েছিল এবং দ্বিতীয় মেইলটি ৫ মে সকালে পাঠানো হয়েছিল।

Read More: IPL 2025: চাপের মুখে আশুতোষ ও স্টাবসের মরিয়া লড়াই, ১৩৩ রান সংগ্রহ করলো দিল্লি ক্যাপিটালস !!

অভিযোগ পাওয়ার সাথে সাথে তৎপর হয়ে ওঠে আমরোহার থানার পুলিশ অফিসাররা। এরপর সেখানের সাইবার থানায়ও একটি রিপার্ট দায়ের করা হয়। পুলিশ তদন্তে জানা গিয়েছে যে, যে ব্যাক্তি ইমেলটি পাঠিয়েছেন তিনি কর্ণাটকের বাসিন্দা। তার নাম প্রভাকর বলে জানা গিয়েছে। তবে, পুলিশ আশ্বাস দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তের তথ্য খুব শীঘ্রই খোঁজা হবে।

তদন্তে নেমেছে আমরোহার পুলিশ

Ipl 2025
Mohammed Shami | Image: Getty Images

এ প্রসঙ্গে শামির বড় ভাই হাসিব একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গতকাল দুপুর ২-৩ টে নাগাদ মেইলটি আমরা পেয়েছিলাম। এরপরেই আমরা পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ খুবই তৎপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছেন। মেইলে শামিকে উদ্দেশ্য করে লেখা ছিল ১ কোটি টাকার ব্যাবস্থা না করলে ওরা শামিকে মেরে ফেলবে। এমনকি তারা হুমকি দিয়ে লিখেছে যে সরকার এবিষয়ে কিছুই করতে পারবে না।” তবে কেন শামি এই হুমকি পেয়েছেন তা এখনও জানা যায়নি। তারকা ক্রিকেটার মোহাম্মদ শামিকে (Mohammed Shami) হুমকির অভিযোগের পর, আমরোহা পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের দলগুলি সতর্ক হয়ে উঠেছেন। এমনকি, ঘটনাটি বিষদে জানতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। পুলিশ মেইল ​​প্রেরকের অবস্থান জানার ভরপুর প্রচেষ্টা চালাচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। স্থানীয় প্রশাসনও মোহাম্মদ শামির নিরাপত্তার ব্যাপারে সতর্ক।

Read Also: Mohammed Shami: “পিটিয়ে ছাতু করে দিলো…” শামিকে নিয়ে ছেলেখেলা স্টয়নিসের, ভারতীয় পেসারকে কটাক্ষে ভরালো নেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *