ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ। যেখানে সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ ব্যাবধানে এগিয়ে গিয়েছে ভারত। প্রথম ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) অনবদ্য ১৩৫ রান, কেএল রাহুলের ৬০, রোহিত শর্মার ৫৭ রানে ভারত ৩৪৯ রান বানিয়ে ফেলে। জবাবে দক্ষিণ আফ্রিকা দল ৩৩২ রান বানায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ১৭ রানে জয়লাভ করে ভারত। যদিও ভারতের এই জয় সহজে আসেনি। সদ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের ফল ভালো ছিল না, বোলিং ও ব্যাটিং – দুই বিভাগেই ব্যার্থ হয়েছিল টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন মোহম্মদ শামি (Mohammed Shami)। তবে টেস্ট বা ওডিআই দলে জায়গা হয়নি তাঁর।
মুস্তাক আলিতে ধরাশায়ী মোহম্মদ শামি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটের স্কোয়াড এখনও প্রকাশ্যে আসেনি। তবে, ভারতীয় দলে ফেরার অপেক্ষার রয়েছেন মোহম্মদ শামি (Mohammed Shami)। তবে, শামির পক্ষে ভারতীয় দলে ফিরে আসার আর সম্ভবনা নেই বললেই চলে। শামির সম্প্রতি পারফরম্যান্স খুব একটা চমকপ্রদ নয়। সম্প্রতি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বারোদার বিরুদ্ধে ৩৯ রানে ১ উইকেট পেয়েছেন, গুজরাটের বিরুদ্ধে ৩১ রানে ২ উইকেট পেয়েছেন এবং পাঞ্জাবের বিরুদ্ধে ৬১ রান দিয়ে ফেলেন। শামির মতন তারকা পেসারের ক্ষেত্রে এমন পারফরম্যান্স শোভা পায়না। শুধু তাই নয়, বিগত কয়েক বছর ধরে চোটের সমস্যায় ভুগতে দেখা গিয়েছে তাঁকে।
Read More: “আমি নিজের ১২০ শতাংশ দিই..”, ম্যাচের সেরা হয়ে ভক্তদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিরাট কোহলি !!
অবসর নিতে হবে শামিকে

ভারতীয় দলের মুখ্য নির্বাচক অজিত আগারকারও (Ajit Agarkar) শামির চোট নিয়ে মুখ খুলে বলেছিলেন শামি পুরোপুরি ফিট না হওয়ার কারণে দলে জায়গা করে নিতে পারছেন না। অন্যদিকে শামির কথায় তিনি পুরোপুরি সুস্থ এবং রঞ্জিতে লম্বা স্পেলে বোলিংও করছেন তিনি। শামিকে দলে নিতে অবশ্য আর্জি জানিয়েছিলেন সাবেক ভারত অধিনায়ক ও সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। একটি সাক্ষাৎকারে সৌরভ বলেন, “শামি এখনও দুর্দান্ত বোলিং করছেন, রঞ্জিতে দেখেছি তিনি বল হাতে কি করতে পারেন। ও একাই বাংলাকে জিতিয়েছে। যদি ওর ফিটনেস ও দক্ষতার কথা বলি তাহলে ও এখনও সেই পুরনো শামিই।” মোহম্মদ শামি (Mohammed Shami) তাঁর ক্যারিয়ারে ৬৪টি টেস্টে নিয়েছেন ২২৯ উইকেট, ১০৮ ওডিআই ম্যাচে নিয়েছেন ২০৬ উইকেট ও ২৫ টি-টোয়েন্টিতে নিয়েছে ২৭ উইকেট।