আইপিএল শুরুর আগেই খারাপ খবর, ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মোহাম্মদ শামি !! 1

ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ শামি (Mohammed Shami) এই মুহূর্তে ক্রিকেট মাঠ থেকে দূরে রয়েছেন। এদিকে তার অবসর নিয়ে বড় ধরণের খবর শোনা যাচ্ছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে মোহাম্মদ শামির জাদু দেখা গিয়েছিল। মোহাম্মদ শামি টুর্নামেন্টে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন, যে সময়ে তিনি নিয়েছেন ২৪ উইকেট। ২০২৪ সালের ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন শামি।

টুর্নামেন্ট চলাকালীন, শামি এক ম্যাচে ছয় বা তার বেশি উইকেট নিয়েছিলেন তিনবার। প্রথম তিন ম্যাচের বাইরে থাকতে হয়েছিল শামিকে। এর পরে, হার্দিক পান্ডিয়া চোট পান এবং পান্ডিয়া পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান। এরপর প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত হন শামি। এরপর প্রতি ম্যাচেই নিজের বিপজ্জনক বোলিং প্রদর্শন করেন শামি। তবে বিভিন্ন সূত্রের মারফত শোনা যাচ্ছে যে, এবার টি-২০ ক্রিকেট থেকে অবসর নিতে পারেন টিম ইন্ডিয়ার এই তারকা পেসার।

টিম ইন্ডিয়ায় এখন তারুণ্যের জোয়ার

Team india
Team India | Image: Getty Images

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেও চোটে পড়েছিলেন মহম্মদ শামি। ব্যথা সহ্য করেও, শামি শুধুমাত্র পুরো টুর্নামেন্টই খেলেননি, দুর্দান্ত বোলিংও করেছেন। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার। চোটের পর অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে তিনি। এমন একটা সময় কাটানোর পর ফের কি তিনি আদৌ ভারতের টি-২০ দলে জায়গা করে নিতে পারবেন? উত্তরটা না হলে অবশ্যই অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ এই মুহূর্তে টিম ইন্ডিয়ায় তরুণ ক্রিকেটারদের রমরমা। শামির বয়স হয়েছে। তাই তার পক্ষে তরুণ তুর্কিদের পিছনে ফেলে দলে জায়গা করে নেওয়াটা কঠিন কাজ। আর এই সব কিছু দেখেই টি-২০ ক্রিকেটকে আলবিদা জানাতে পারেন শামি।

এক নজরে শামির আন্তর্জাতিক কেরিয়ার

Mohammed Shami

মহম্মদ শামি টিম ইন্ডিয়ার হয়ে ৬৪টি টেস্ট, ১০১টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৬৪টি টেস্ট ম্যাচে মহম্মদ শামির নামে ২২৯টি উইকেট রয়েছে। এছাড়া ১০১টি ওয়ানডে ম্যাচে ১৯৫ উইকেটের রেকর্ড রয়েছে। যেখানে শামি ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন। বর্তমানে চোটের কারণে টিম ইন্ডিয়া থেকে দূরে রয়েছেন শামি। তিনি কবে মাঠে ফিরবেন তার উত্তর শুধুমাত্র সমই দেবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *