সমাপ্ত হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023), আর এই বিশ্বকাপে ভারতীয় দল তথা সবথেকে বেশি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় দলের এই প্রমুখ পেসার এই বিশ্বকাপে ২৪ উইকেট নিয়েছেন মাত্র ৭ ম্যাচেই, প্রতিটি ম্যাচ খেললে হয়তো আরও উইকেট নিতে সক্ষম হতেন। তবে বিশ্বকাপ শেষে শামি দেশের প্রতি কতটা ভাবুক তার পরিচয় দিলেন, ২০১৫ বিশ্বকাপের একটি ঘটনা তুলে ধরলেন বাংলার এই পেসার।
আরও পড়ুন- World Cup 2023: উঠে এল ভারতের বিশ্বকাপ ফাইনাল হারের আসল রহস্য, এই মারাত্মক কারণেই ফিরতে হল খালি হাতে !!
বিশ্বকাপ জুড়ে দারুন ছন্দে ছিলেন মোহাম্মদ শামি

বিশ্বকাপ ২০২৩’এর (World Cup 2023) দলে প্রথম থেকে সুযোগ পাননি শামি তবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোট পাওয়ার পরই ভারতীয় দলে খেলার সুযোগ পান এবং ৫ উইকেট পান প্রথম ম্যাচেই, এই বিশ্বকাপে ৩বার ৫’টির বেশি উইকেট নিয়েছেন তিনি। তবে তার পারফরম্যান্স দেখে কয়েকজন মূর্খ পাকিস্তানি সাবেক ক্রিকেটার ভারতকে অন্য ধরনের বল প্রদান করে বলে মন্তব্য করেছেন। সম্প্রতি একটি প্রচারমূলক ভিডিও শ্যুটে মন্তব্য করে বলেছেন যে, “যদি আপনি বাস্তবতা দেখেন, তাহলে বুঝবেন বোলার কিন্তু ম্যাচ বানিয়ে দেয়। তবে পাকিস্তানের কিছু খেলোয়াড় ব্যাপারটা হজম করতে পারছেন না। এখন আমাকে দুবার অপমান করা হয়েছে আর কতবার হবে তা জানি না।” ২০১৫ বিশ্বকাপে হাঁটুর চোটে ভুগছিলেন শামি। তবুও প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দিয়েছেন তিনি, ম্যাচ শেষে হোটেলে না গিয়ে সরাসরি হাসপাতালে যেতেন শামি।
২০১৫ বিশ্বকাপে হাঁটুর সমস্যায় ভুগেছেন শামি

২০১৫ বিশ্বকাপের সেমিফাইনাল সম্পর্কে শামি মন্তব্য করে বলেন, “সেমিফাইনাল ম্যাচে ৫ ওভার বোলিং করার পর, আমি দাঁড়াতে পারতাম না, পায়ের অনুভূতি হারিয়ে ফেলেছিলাম। দল ম্যাচ শেষে হোটেলে যেত আর আমি হাসপাতালে যেতাম। এটি একটি খুব কঠিন সময় ছিল, কিন্তু হ্যাঁ তবে আমি কখনও পালিয়ে যাইনি।” পাশাপাশি মন্তব্য করে তিনি বলেছেন, “২০১৫ বিশ্বকাপের আগে আমার হাঁটু ফুলে গিয়েছিল। আমার কাছে দুটি বিকল্প ছিল, অস্ত্রোপচারের জন্য সরাসরি চলে যাওয়া কিংবা প্রতিদিন ম্যাচের পর দল হোটেলে ফিরবে এবং আমি ইনজেকশন নিতে হাসপাতালে যাব। দেশের হয়ে খেললে সব ভুলে যাও।”