ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি (Mohammed Shami) আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ভারতের জার্সিতে দেখা গিয়েছিল শামিকে। এরপর ইংল্যান্ড সফরে দলে জায়গা হয়নি শামির, এমনকি এশিয়া কাপেও শামিকে দলে নেয়নি ভারতীয় দল নির্বাচকরা। যে কারণে মোহম্মদ শামির অবসর নিয়ে একটি জল্পনা শুরু হয়েছিল সমাজ মাধ্যম জুড়ে। এবার আইপিএলের মঞ্চে তুলনামূলক ভাবে সস্তায় সানরাইজার্স হায়দ্রাবাদ দলে শামিল হয়েছিলেন। তবে চোটের কারণে তিনি সব ম্যাচ খেলতে পারেননি। বছরের বেশিরভাগ সময়ই চোটের কারণে বাইরে থাকতে হচ্ছে তাকে, যে কারণে জাতীয় দলে তাঁর ফিরে আসা নিয়েও জল্পনা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার গুঞ্জনের মাঝেই পরিষ্কার করে দিলেন শামি। অবসর নিয়ে দিয়েছেন বড় বয়ান।
অবসর নিয়ে মুখ খুললেন শামি

চলতি বছরের এশিয়া কাপ ২০২৫-এর জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি মহম্মদ শামি (Mohammed Shami)। এতদিন তাঁকে দলের বাইরে রাখা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে। তবে, শামি আবার কামব্যাক স্টোরি লিখতে প্রস্তুত। তিনি আবার দেশের জার্সিতে খেলতে চান। এক সাক্ষাৎকারে শামি স্পষ্টভাবে জানিয়েছেন, “যদি কারও আমার প্রতি সমস্যা থাকে, তাহলে তা মুখে বলুক। আমি কি কারো জীবনের বাঁধা হয়ে দাঁড়িয়েছি ? কেউ যদি মনে করে আমার অবসর নেওয়া উচিত, তাহলে সে বলুক। আমি বিরক্ত হলে নিজেই চলে যাবো। আমাকে তখন আর বলতে হবে না। তবে, এখনও সেই সময় আসেনি। জাতীয় দলে না খেললেও আমি ঘরোয়া ক্রিকেট খেলব। আমি খেলা ছাড়ব তখনই যখন আমার ভেতর থেকে খেলার ইচ্ছা শেষ হয়ে যাবে।”
Read More: “রোহিতকে সরানোর ষড়যন্ত্র…” কোচ গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভারতীয় প্রাক্তনীর !!
শুধু খেলার ইচ্ছা নয়, শামির চোখে এখন একটা বড় লক্ষ্য। সেটি হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জয়। ২০২৩ সালে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন শামি। বিশ্বকাপের সেমিফাইনালেও সাতটি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন তিনি। তবে, একেবারে শেষ মুহূর্তে ভারতকে হারতে হয়েছিল। গত বিশ্বকাপের কথা স্মৃতিচারণ করে শামি বলেন, “আমার জীবনে একটা স্বপ্ন বাকি আছে সেটা হলো ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো। ২০২৩ সালে আমরা খুব কাছাকাছি পৌঁছেছিলাম, তবুও শেষে আমাদের হারতে হয়েছিল। এবার আমরা সেই স্বপ্ন পূরণ করতে চাই।”
অনুশীলনে ব্যাস্ত শামি

আইপিএলে চোট পাওয়ার পর গত দুই মাস ধরে কঠোর অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন শামি। মন্তব্য করে তিনি জানিয়েছেন, “আমি গত দুই মাস ধরে ট্রেনিং করছি। অনেক ওজন কমিয়েছি, নিজের স্কিল বাড়িয়েছি, নিজের ক্ষমতা নেওয়ার উপরেও জোর দিয়েছি। এবার শুধু তার রেজাল্টের প্রয়োজন। আমি আবার লম্বা স্পেলে বোলিং করতে চাই এবং তার জন্য ছন্দ খুঁজে পেতে চাই। তাছাড়াও, ব্যাটিং ও ফিল্ডিংয়েও আলাদা করে কাজ করেছি।” তাঁর এই প্রত্যাবর্তনের যাত্রায় বড় পদক্ষেপ হতে চলেছে দুলিপ ট্রফি। পূর্বাঞ্চলের হয়ে মাঠে নামবেন শামি।