আজ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি শুরু হয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। গত দিনের মতন আজকেও প্রথমে বোলিং করতে আসতে হলো টিম ইন্ডিয়াকে। তবে, আজকের ম্যাচে চোটের কারণে বাইরে যেতে হলো মোহম্মদ শামিকে (Mohammed Shami)। আজ প্রথম ওভারেই বোলিংয়ের দায়িত্ব ছিল শামির।
চোট পেয়ে মাঠ ছাড়লেন শামি

শামি যে বড় মঞ্চের খেলোয়াড়, সেটা তাঁর আইসিসি টুর্নামেন্টের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। আইসিসি ইভেন্ট আসলেই শামিকে জ্বলে উঠতে দেখা গিয়েছে। বিশেষ করে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের সময় সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন তিনিই। বিশ্বকাপের ছন্দ যেন এখনও ধরে রেখেছেন শামি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছেন।
বিশ্বকাপের পর দীর্ঘ ১৪ মাস ক্রিকেটের বাইরে ছিলেন শামি (Mohammed Shami)। দীর্ঘদিন পর দলে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজে কামব্যাক হয়েছিল শামি। তবে, টি-টোয়েন্টি সিরিজে কেবলমাত্র ২ টি এবং ওডিআইতে ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচে বোলিং লড়তে গিয়ে সমস্যায় দেখা গিয়েছিল শামিকে। পুরো ওভার বোলিং করতে ফিজিওর সাহায্য নিতে হয়েছিল শামিকে। শেষমেশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চমকে দেন শামি।
তবে আজকে পাকিস্তানের বিরুদ্ধে শামিকে ছন্দহীন দেখা গিয়েছে, প্রথম ওভারেই একাধিক অতিরিক্ত রান দিয়েছেন তিনি ১১ বলের মাথায় নিজের প্রথম ওভার শেষ করেছেন শামি (Mohammed Shami)। তবে, শামি তার তৃতীয় ওভারে হঠাৎ করেই পা নিয়ে বসে পড়েন। সঙ্গে সঙ্গে বাইরে থেকে ফিজিও ছুটে আসেন এবং শামির সঙ্গে কিছুটা সময় কাটান। ওভার সম্পূর্ণ করার পরেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শামি। মাঠ ছেড়ে চলে যেতেই ভক্তদের মধ্যে প্রশ্ন তৈরি হয় মোহাম্মদ শামির ফিটনেস নিয়ে। তবে, পাওয়ার প্লে শেষ হতেই মাঠে ফিরে আসেন শামি এবং দুই ওভার বোলিং ও করেন।