চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই জাতীয় দলে জায়গা হচ্ছে না মহম্মদ শামির (Mohammed Shami)। ভারতের অন্যতম সেরা পেসার হলেন তিনি। তবুও বারবার তাকে ক্রিকেটের বড় মঞ্চে উপেক্ষিত হতে হচ্ছে। কয়েকদিন বাদেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলতে চলেছে যে সিরিজে দলে জায়গা হয়নি শামির। মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar) শামিকে নিয়ে মন্তব্য করেছিলেন যে তাঁকে নিয়ে কোনো আপডেট নেই বোর্ডের কাছে। এবার অজিতের করা এই বয়ানে পাল্টা (Cricket board) জবাব দিলেন শামি। সোজাসুজি জানিয়ে দিলেন – নিজের কাজ তিনি ঠিক মতো করছেন, কিন্তু কাউকে আপডেট (update) দেওয়া তাঁর দায়িত্ব নয়।
দলে জায়গা না পেয়ে ক্ষুব্ধ শামি

শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। আর বাংলার হয়ে খেলার কথা রয়েছে শামির। বাংলার হয়ে মাঠে নামার আগে মঙ্গলবার সাংবাদিকদের (reporter) মুখোমুখি হয়েছিলেন শামি। শামি মন্তব্য করে বলেছেন, “আমাকে করেন কাউকে আপডেট দিতে হবে ? আমি অনুশীলন করছি, NCA- তে যাচ্ছি, ম্যাচ খেলছি। আমার যদি ফিটনেস সমস্যা থাকতো তাহলে কি আমি রঞ্জি খেলতে পারতাম ? আমি নিজের কাজটা করে যাচ্ছি। আর কাউকে রিপোর্ট দেওয়ার দরকার নেই।”
Read More: খুব শিঘ্রই রাজনীতিতে এন্ট্রি নিচ্ছেন রোহিত শর্মা, চুকিয়ে দিচ্ছেন ক্রিকেটের পাঠ !!
শামি আরও জানিয়েছেন যে তিনি যখনই সুযোগ পান তখনই খেলেন। পারফরম্যান্সের মাধ্যমেই জবাব দিয়েছেন সবসময়। তিনি বলেছেন, “ম্যাচ খেলার সুযোগ পেলেই আমি পারফরম্যান্স করেছি, নিয়মিত অনুশীলন করেছি। তবে, জাতীয় দলে সুযোগ পাওয়াটা আমার হাতে নেই। আমি মাঠে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।” ইংল্যান্ড সফর, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বা অস্ট্রেলিয়া সফর—কোনও সিরিজেই দলে জায়গা হয়নি তাঁর।
শামির উপর আস্থা হারাচ্ছে বোর্ড

মুখ্য নির্বাচক অজিত আগরকরের কাছে শামিকে নিয়ে কোনো আপডেট নেই। অজিত বলেছেন, “আমার কাছে শামিকে নিয়ে কোনও তথ্য নেই। ও দুলিপ ট্রফি খেলার পর, গত দুই-তিন বছরে খুব একটা খেলিনি।” অজিতের বয়ান শুনে ক্ষুব্ধ হয়েছেন শামি। তিনি বলেছেন, “আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছি, তারপর আইপিএল খেললেন আবার এই রঞ্জি খেলছি। দেখুন সবকিছু নির্বাচকদের হাতে। আমার কাজ মাঠে পারফরম্যান্স দেখানোর।” ভারতের জার্সিতে অসংখ্য ম্যাচ জেতানো এই পেসার বরাবরই নিজের পারফরম্যান্সে উত্তর দিয়েছেন সমালোচকদের। ২০২৩’এর বিশ্বকাপে ইতিহাস রচনা করেছিলেন শামি। এমনকি ২০২৭ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যেখানে শামির বোলিং কার্যকরী হবে। তবুও, শামিকে উপেক্ষা করে হার্ষিত রানা (Harshit Rana) ও প্রসিদ্ধ কৃষ্ণর (Prasidh Krishna) মতন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে।