ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল। আগামী ২২ তারিখ থেকে অনুষ্ঠিত হবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ। ইতিমধ্যে দুই ফলের খেলোয়াড়রা পৌঁছে গিয়েছে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেনেই। প্রথম পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির জন্য ভারতীয় দলে এন্ট্রি পেয়েছেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। দীর্ঘদিন ধরে চোটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তারপর থেকে চোটের বিরুদ্ধে লড়াই শুরু হয় তার, প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন শামি। ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেস ও পারফরমেন্সের প্রমান দিয়ে জাতীয় দলে জায়গা বানিয়ে নিয়েছেন তিনি। বর্তমানে ভারতীয় দলের সঙ্গে কলকাতার ইডেনে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। তবে, শামিকে নিয়ে যেন ধোঁয়াশা কাটছে না বিসিসিআইয়ের (BCCI)।
দীর্ঘদিন পর দলে ফিরলেন শামি
রবিবার বিকেলে ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে দেখা গিয়েছিল শামিকে। শামিকে নিয়ে একটি কামব্যাক ভিডিও শেয়ার করেছে বিসিসিআই। সেখানে দেখা গিয়েছে শামি প্রথমে মাঠে এসেই বোলিং কোচ মর্নি মর্কেলের (Morne Morkel) সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। তাদের মধ্যে বেশ লম্বা সময় ধরে বার্তালাপ চলে। এরপর হালকা অনুশীলন করে বোলিং শুরু করেন শামি। নি ক্যাপ পরেই অনুশীলন শুরু করেন শামি। ধীরে ধীরে বোলিং শুরু করলেও পরে পুরো ছন্দে বোলিংয়ে মনোনিবেশ করেন শামি।
Read More: Mohammed Shami: মোহাম্মদ শামির প্রেমে হাবুডুবু খাচ্ছেন সানিয়া মির্জা, নতুন বছরের শুরুতেই বলবেন ‘কবুল’ !!
শামিকে নিয়ে ধোঁয়াশা কাটছে না BCCI-এর
যদিও, শামিকে নিয়ে ধোঁয়াশা কাটছে না। আসলে, অনুশীলনের সময় তাকে পায়ের আঙুলে ব্যান্ডেজ পরতেও দেখা গিয়েছিল। যদিও এরকম লক্ষণ ফিট খেলোয়াড়দের কোনো লক্ষণ নয়। ভক্তদের মতে যেকোনো সময়ে শামি চোট পেয়ে ছিটকে যেতে পারেন। উল্লেখ্য, ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি, তারপর থেকে দীর্ঘদিন বিশ্রামে থাকার পর সেপ্টেম্বরে আবার বোলিং শুরু করেন। নিউজিল্যান্ড সফরে প্রথমে শামির খেলার কথা থাকলেও তিনি খেলতে পারেননি এরপর অস্ট্রেলিয়া সফরে তাকে দলে ডাকার মস্ত বড় সুযোগ হাতছাড়া করে বিসিসিআই। তবে, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আর তার আগেই জাতীয় দলে তাকে খেলতে দেখা যাবে।