হাইকোর্টে বড়ো ধাক্কা মহম্মদ শামির, প্রাক্তন স্ত্রীকে প্রতি মাসে দিতে হবে লক্ষ-লক্ষ টাকা !! 1

একজন তারকা ক্রিকেটারকে জীবনে বহু উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়। ব্যক্তিগত জীবনের সমস্যা অনেক সময় তাদের পারফর্ম্যান্সের ওপরেও প্রভাব ফেলে। সাম্প্রতিক সময় একাধিক ভারতীয় তারকা ক্রিকেটারের বিবাহ বিচ্ছেদের ঘটনা আলোচনায় উঠে এসেছিল। অন্যদিকে দীর্ঘদিন মহম্মদ শামির(Mohammed Shami) সঙ্গে তার প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) মামলা চলছে। হাসিন জাহান এই তারকা ক্রিকেটার এবং তার পরিবারের বিরুদ্ধে একাধিক হিংসার অভিযোগ সামনে এনেছিলেন। এর মধ্যেই এবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন‌ মহম্মদ শামি (Mohammed Shami)।

Read More: IND vs ENG: এজবাস্টনের আকাশে কালো মেঘের ভ্রুকুটি, দ্বিতীয় টেস্টে অসুর হয়ে দাঁড়াবে বৃষ্টি !!

হাইকোর্টে ধাক্কা শামির-

হাইকোর্টে বড়ো ধাক্কা মহম্মদ শামির, প্রাক্তন স্ত্রীকে প্রতি মাসে দিতে হবে লক্ষ-লক্ষ টাকা !! 2
Mohammed Shami and His EX Wife | Images: Instagram

বর্তমানে ভারত তথা বিশ্বের অন্যতম তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। তিনি ২০১৪ সালে মডেল এবং অভিনেত্রী হাসিন জাহানের (Hasin Jahan)!সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।‌ ২০১৫ সালে তাদের কোলে আসে ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু শামি এবং জাহানের মধ্যে দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৮ সালে যাদবপুর থানায় ভারতীয় তারকা পেসারের প্রাক্তন স্ত্রী এই ক্রিকেটার এবং তার পরিবারের বিরুদ্ধে পারিবারিক একাধিক হিংসার অভিযোগ সামনে আনেন। তালিকায় ছিল স্ত্রী নির্যাতন, খুনের চেষ্টা সহ ধর্ষণের মতো গুরুতর অভিযোগ।

এই মামলা চলাকালীন এবার কোলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শামিকে (Mohammed Shami) ভরণপোষণ বাবদ হাসিন জাহানকে (Hasin Jahan) প্রতিমাসে দেড় লক্ষ টাকা করে দিতে হবে। এছাড়াও মহম্মদ শামিকে মেয়ের দায়িত্বের জন্য দিতে হবে আর‌‌ও আড়াই লক্ষ টাকা। পারিবারিক এই হিংসার মামলা যতদিন না নিষ্পত্তি হচ্ছে এই নির্দেশ বহাল থাকবে বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়।

ইংল্যান্ড সফরে নেই শামি-

হাইকোর্টে বড়ো ধাক্কা মহম্মদ শামির, প্রাক্তন স্ত্রীকে প্রতি মাসে দিতে হবে লক্ষ-লক্ষ টাকা !! 3
Mohammed Shami | Images: Getty Images

২০২৩ একদিনের বিশ্বকাপে চোট পাওয়ার পর মহম্মদ শামি (Mohammed Shami) দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। চোটের কারণেই বর্তমানে চলমান ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে নেই এই তারকা পেসার। ফলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তার অভাব অনুভব করেছে দল। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ইংলিশ বাহিনীদের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচেই ৫ উইকেটে হারের সম্মুখীন হয়েছে ব্লু ব্রিগেডরা‌। ফলে ভারতীয় দলের বোলিং আক্রমণ রীতিমতো চিন্তায় রেখেছে। এই বিষয়ে মুখ খুলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)।

তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) একদিক থেকে লড়াই করেছেন। প্রথম টেস্টে তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। না হলে আমরা প্রথম ইনিংসেই অনেকটাই এগিয়ে থাকতাম। আমার মনে হয় বাকি বোলারদের বুমরাহের সঙ্গে কথা বলা উচিত। তাদের জসপ্রীতের (Jasprit Bumrah) পাশে দাঁড়ানো উচিত। না হলে ভারতের জয় নিশ্চিত হবে।”

Read Also: পদপিষ্ট হ‌ওয়ার ঘটনায় জের, অনির্দিষ্টকালের জন্য অন্ধকারে ডুবলো চিন্নাস্বামী স্টেডিয়াম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *