"গম্ভীর চায় না আমি থাকি..", অস্ট্রেলিয়া সফরে জায়গা না পেয়ে বিস্ফোরক মন্তব্য মহম্মদ শামির !! 1

ভারতীয় ক্রিকেটে দ্রুত পরিবর্তনের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিতর্কের সৃষ্টি করেছে। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে টেস্ট সিরিজের পর ভারতীয় দল অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজে মাঠে নামবে। এই সফরে একদিনের সিরিজের জন্য রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে শুভমান গিলকে (Shubman Gill) নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসা হয়েছে।

এর সঙ্গেই বড়ো সিদ্ধান্ত হিসেবে ওডিআই দল থেকে বাদ দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং মহম্মদ শামিকে (Mohammed Shami)। শামি ম্যাচের মধ্যে নেই বলে অভিযোগ তুলেছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। এবার এই অভিযোগের যোগ্য জবাব দিলেন তারকা পেসার নিজেই।

Read More: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে নতুন অধ্যায়, নেতৃত্বের দায়িত্ব পেলেন ঋষভ পন্থ !!

বাদ পড়লেন মহম্মদ শামি-

shami-not-ready-to-take-retirement
Mohammed Shami | Image: Getty Images

মহম্মদ শামি ২০২৩ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2023) ফাইনালে অস্ট্রেলিয়া বিরুদ্ধে খেলার সময় গোড়ালির চোটের মধ্যে পড়েছিলেন। তারপর তিনি দীর্ঘদিন মাঠের বাইরে চলে গিয়েছিলেন। এরপর বর্তমানে চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না। এই তারকা পেসার শেষ ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার ভারতীয় লাল বলের ক্রিকেটে জায়গা পেয়েছিলেন। এবার অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি এবং ওডিআই দুই ফরম্যাট থেকেই ছিটকে গেলে শামি। ফলে ভারতীয় দলে কোনো ফরম্যাটেই তার জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অজিত আগরকর এই তারকা পেসারের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, “আমার কাছে ওর বিষয়ে কোনো আপডেট নেই। দলীপ ট্রফি খেলেছে। কিন্তু গত দুই-তিন বছরে খুব বেশি ক্রিকেট খেলেনি। আমার মনে হয় শামি বাংলার হয়ে একটা দলীপ ট্রফির ম্যাচ খেলেছিল। একজন পারফর্মার হিসেবে আমরা জানি ও কী করতে পারে। কিন্তু তাকে ক্রিকেট খেলতে হবে।”

জবাব দিলেন মহম্মদ শামি-

Mohammed Shami
Mohammed Shami | Image: Getty Images

চোট থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ধীরে ধীরে মাঠে নেমে ছন্দ ফেরার চেষ্টা করছেন মহম্মদ শামি (Mohammed Shami)। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ৫ ম্যাচে ৯ উইকেট সংগ্রহ করে বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) সঙ্গে দলের হয়ে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন এই তারকা পেসার। এই বছর আইপিএলেও মাঠে নেমেছিলেন তিনি। এরপর রঞ্জি ট্রফির জন্য বাংলা দলের হয়ে সুযোগ পেয়েছেন। কিন্তু তাও জাতীয় দলে কামব্যাক করতে না পারার আক্ষেপ ধরা পরল শামির গলায়।

এক আলোচনায় তিনি বলেন, “আমি দলে জায়গা পাবো কিনা এই বিষয়টি আমার হাতে নেই। নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচক কমিটির, অধিনায়ক এবং কোচের। তারা যদি নির্বাচন করতে চান বা আরও সময় দিতে চান বিষয়টি তাদের সিদ্ধান্ত। তবে আমি প্রস্তুত। আমার অনুশীলন ভালো চলছে। বর্তমানে ফিটনেস আমার ভালো আছে। ‌ আমি আরও ভালো করার চেষ্টা করব কারণ যতদিন আপনি মাঠের বাইরে থাকেন আরও বেশি অনুপ্রাণিত হতে হয় এবং কঠোর পরিশ্রম করতে হয়।”

Read Also: রোহিত-বিরাট অবসর নিতেই মাঠে মারা যাচ্ছে BCCI, হচ্ছে কোটি কোটি টাকার লোকসান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *