জানেন কি শামির প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কতো? জানুন হাসিন জাহানের আয়ের উৎস 1

ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে তাদের স্ত্রীদেরকেও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকতে দেখা যায়। ক্রিকেটারদের বিবাহবিচ্ছেদের ঘটনাও গুঞ্জন তৈরি করে ভক্তদের মধ্যে। মহম্মদ শামি (Mohammed Shami) ও হাসিন জাহানের (Hasin Jahan) মধ্যে বিবাহ বিচ্ছেদকে নিয়ে বির্তক বহু দিন ধরে চলে আসছে। কিন্তু ভারতীয় তারকা পেসার তার পারফর্ম্যান্সের ওপর এই ঘটনাকে প্রভাব ফেলতে দেননি। অন্যদিকে হাসিন জাহান সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় এবং বিভিন্ন সময় তিনি আলোচনায় উঠে আসেন। জানেন কি হাসিন জাহানের ইনকাম ও সম্পত্তির পরিমাণ কতো ?

হাসিন জাহানের সম্পত্তির পরিমাণ-

জানেন কি শামির প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কতো? জানুন হাসিন জাহানের আয়ের উৎস 2
Hasin Jahan | Image: Instagram

মহম্মদ শামির (Mohammed Shami) প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) সৌন্দর্যের কারণে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই শিরোনামে থাকেন। তরকা ক্রিকেটারের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বর্তমানে মডেলিং এবং অভিনয়ের মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলেছেন। ফলে সামাজিক মাধ্যমে তিনি খুবই সক্রিয়। মিডিয়ার সূত্র অনুযায়ী হাসিন জাহানের সম্পত্তির পরিমাণ কোটি টাকারও বেশি।

হাসিন জাহানের আয়ের উৎস-

সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে হাসিন জাহানের (Hasin Jahan) অসংখ্য ভক্ত রয়েছে। ফেসবুকে তার ফলোয়ার ১.৫৬ লাখ এবং ইনস্টাগ্রামের ফলোয়ার ৩.০৯ লক্ষ। এছাড়াও এক্স অ্যাকাউন্টে ৪ হাজারেরও বেশি মানুষ হাসিন জাহানকে অনুসরণ করেন। ফলে সোশ্যাল মিডিয়া থেকে তিনি উপার্জন করে থাকেন। এছাড়াও মডেলিং ও অভিনয় থেকেও আয় করেন হাসিন জাহান।

মহম্মদ শামিও দেন টাকা-

জানেন কি শামির প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কতো? জানুন হাসিন জাহানের আয়ের উৎস 3
Hasin Jahan | Image: Instagram

হাসিন জাহানকে বেশিরভাগ সময় দামি জামা-কাপড়ের সঙ্গে দামি রেস্টুরেন্ট সহ শপিং মলে দেখতে পাওয়া যায়। তার ভরণপোষণের জন্য মহম্মদ শামির (Mohammed Shami) কাছ থেকেও টাকা আসে। এই ভারতীয় তারকা পেসার হাসিন জাহানকে (Hasin Jahan) ভরণপোষনের জন্য লাখ লাখ টাকা দেন। সূত্র অনুযায়ী শামি তার প্রাক্তন স্ত্রীকে মাসে ১.৩ লাখ টাকা ভরণপোষণের জন্য দিয়ে থাকেন।

মহম্মদ শামি ও হাসিন জাহানের মধ্যে বিবাদ-

জানেন কি শামির প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কতো? জানুন হাসিন জাহানের আয়ের উৎস 4
Hasin Jahan | Image: Instagram

মহম্মদ শামি (Mohammed Shami) এবং হাসিন জাহানের (Hasin Jahan) মধ্যে বিবাহ বিচ্ছেদকে নিয়ে ঘটনার সূত্রপাত ২০১৮ সালে শুরু হয়। ভারতীয় তারকা পেসারের স্ত্রী ক্রিকেটারের বিরুদ্ধে শারিরীক এবং মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। এমনকি শামি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে হাসিন জাহান অভিযোগ তুলেছিলেন। এর ফলে আদালতে মামলা হয়। এখনও এই মামলাগুলি চলছে। অন্যদিকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও শামি তার মেয়ে সঙ্গে সম্পর্ক রেখেছেন।

দেখুন হাসিন জাহানের কিছু ছবি-

জানেন কি শামির প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কতো? জানুন হাসিন জাহানের আয়ের উৎস 5
Hasin Jahan | Image: Instagram
জানেন কি শামির প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কতো? জানুন হাসিন জাহানের আয়ের উৎস 6
Hasin Jahan | Image: Instagram
জানেন কি শামির প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কতো? জানুন হাসিন জাহানের আয়ের উৎস 7
Hasin Jahan | Image: Instagram
জানেন কি শামির প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কতো? জানুন হাসিন জাহানের আয়ের উৎস 8
Hasin Jahan | Image: Instagram
জানেন কি শামির প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কতো? জানুন হাসিন জাহানের আয়ের উৎস 9
Hasin Jahan | Image: Instagram
জানেন কি শামির প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কতো? জানুন হাসিন জাহানের আয়ের উৎস 10
Hasin Jahan | Image: Instagram

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *