"আমার কিসের সম্পর্ক ?..." মুস্তাফিজুরকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন, রেগে লাল মহম্মদ নবী !! 1

বাংলাদেশ ক্রিকেট এখন এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ঘিরে আন্তর্জাতিক বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে আইসিসি-র (ICC) নিরাপত্তা সংক্রান্ত চিঠি অর্থাৎ আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতে কোনো প্রকার নিরাপত্তার সমস্যা হবে না বাংলাদেশের জন্য। সবকিছুর মধ্যে বিতর্কে নতুন মোড় নিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL)। মাঠের বাইরে সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে পড়লেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ নবী (Mohammed Nabi)। সংবাদ সম্মেলনে যখন মোহম্মদ নবী এসে হাজির হন যখন তাকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়। যে প্রশ্ন শুনে মেজাজ হারান নবী এবং সাংবাদিকদের একহাত নেন।

মুস্তাফিজুর প্রশ্নে মেজাজ হারালেন মহম্মদ নবী

মুস্তাফিজুর রহমান
Mustafuzur Rahman | Image: Getty Images

স্পষ্ট ভাষায় মুস্তাফিজুর জানিয়ে দেন, মুস্তাফিজুর ইস্যুর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, এবং রাজনীতি নিয়ে ক্রিকেটারদের প্রশ্ন করা অনুচিত। বিপিএলের ম্যাচে নোয়াখালি এক্সপ্রেসের জার্সিতে খেলছেন নবি। তাঁর সঙ্গে দলে রয়েছেন তাঁর ১৯ বছরের ছেলে হাসান এইসাখিল। ম্যাচ শেষের পর সাংবাদিক বৈঠকে দুজনে এমসঙ্গে আসেন। সেখানে এল সাংবাদিক নবীকে – মুস্তাফিজুর রহমান কেকেআর থেকে ছাড়া পাওয়া এবং ভারত-বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। সেটি শোনা মাত্রই মেজাজ হারান নবী এবং কড়া ভাষায় সাংবাদিককে জবাব দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।  তিনি বলেন, “মুস্তাফিজুর ভাল বোলার, এটা সবাই জানে। কিন্তু এর সঙ্গে আমার কী সম্পর্ক? পলিটিক্সে আমাদের কী কাজ?

Read More: টি২০ বিশ্বকাপে মুস্তাফিজুরকে বাদ দিয়ে দল গঠনের নির্দেশ, ICC’এর সঙ্গে সংঘাতে বাংলাদেশ বোর্ড !!

মুস্তাফিজুর ইস্যুতে আইসিসির চিঠি

Kkr ipl, মুস্তাফিজুর রহমান
Mustafizur Rahman | Image: Getty Images

নবীর এই বক্তব্যে বোঝা যায়, ক্রিকেটকে রাজনৈতিক প্রশ্নের সঙ্গে জুড়ে দেওয়ায় তিনি একেবারেই সন্তুষ্ট নন। বিসিসিআই-এর (BCCI) নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (KKR) মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়েছে। তার প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনেও। এবারের আইপিএলে ৯ কোটি ২০ লক্ষে কেকেআরে শামিল হয়েছিলেন মুস্তাফিজুর। তবে, তাঁকে ছাড়তে হয়েছে দলকে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ডা. আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি তিনটি কারণ উল্লেখ করেছে, যার মধ্যে একটি মুস্তাফিজুর রহমান।

Read Also: অবসর ঘোষণা করলেন KKR তারকা, ভক্তদের চোখের জলে নিলেন বিদায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *