ভারতের বধের পর পাকিস্তানি শিবিরে বিস্ফোরণ, সূর্যকুমারকে ‘শুয়োর’ বললেন ইউসুফ !! 1

দুবাইতে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষ হলেও, মাঠের বাইরের ঘটনাগুলো নতুন করে আলোচনা তৈরি করছে। দুবাইতে আবার একবার পাকিস্তানকে বধ করেছে সূর্যকুমার যাবদের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ভারতের এই জয়ের সাথে সমাজ মাধ্যম ও সংবাদ মাধ্যমে পাকিস্তানের সাবেক খেলোয়াড়দের মধ্যে বেশ মতবিরোধ দেখতে পাওয়া গিয়েছে। আসলে, ম্যাচ শেষে দুবাইতে ম্যাচ শেষে ভারতীয় দল পাকিস্তানি খেলোয়ারদের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নেয়। এরপর সাবেক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের একটি মন্তব্য বেশ ভাইরাল হয়েছে। লাইভ টিভি শোতে তিনি বারবার ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে গালি দিয়েছেন বলে অভিযোগ।

সূর্যকুমারকে অপমান করলেন ইউসুফ

ভারতের বধের পর পাকিস্তানি শিবিরে বিস্ফোরণ, সূর্যকুমারকে ‘শুয়োর’ বললেন ইউসুফ !! 2
Mohammad Yousuf | Image: Getty Images

পাকিস্তানের জনপ্রিয় সামা টিভির এক আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ। সাধারণত এই ধরনের আলোচনায় খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ এবং দলের উন্নতি নিয়ে আলোচনা করা হয়। তবে, এদিন ইউসুফ বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অশালীন ভাষায় সূর্যকুমার যাদবকে আক্রমণ করতে থাকেন। উপস্থাপক বারংবার ইউসুফকে থামানোর চেষ্টা করলেও তিনি  একগুঁয়েভাবে এগিয়ে যান। চলতি টিভি শোতে ইউসুফকে ভারতের জয় এবং করমর্দন না করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয়, তিনি ইচ্ছাকৃতভাবে সূর্যকুমারের নাম ভুল উচ্চারণ করতে থাকেন।

Read More: Asia Cup 2025 PAK vs UAE Preview: বয়কট জল্পনার মাঝেই মাঠে পাকিস্তান, অঘটনের স্বপ্ন দেখছে সংযুক্ত আরব আমিরশাহী !!

প্রথমে বলেন, “ভারত তার মায়াবী দুর্গ থেকে বের হতে পারছে না। তাদের অধিনায়ক, শুয়োরকুমার যাদব…” উপস্থাপক তাঁকে থামিয়ে বলেন, “না, তার নাম সূর্যকুমার যাদব।” তবুও ইউসুফ তাঁর কথা না শুনেসূর্যকুমার যাদবের নাম ভুল উচ্চারণ করতে থাকেন। ইউসুফ বলেন, “হ্যাঁ, আমি ঠিক বলছি – শুয়োরকুমার যাদব!” অর্থাৎ  ভারতীয় অধিনায়ককে তিনি ‘শুকর’ বলে বর্ণনা দিয়েছেন।

আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন ইউসুফ

সূর্যকুমার
Mohammad Yousuf | Image: Getty Images

এরপর তিনি আম্পায়ারিং এবং রেফারির ভূমিকা নিয়ে কটূক্তি করতে থাকেন এবং বলেন, “সবকিছুর একটা সীমা থাকা উচিত।” তিনি মন্তব্য করে আরও বলেন, “ভারত তাদের ফিল্মি জগৎ থেকে বেরোতে পারল না। যেভাবে ওরা ম্যাচ জিতেছে তাতে ওদের লজ্জা হওয়া উচিত। তারা আম্পায়ারকে ব্যবহার করেছে, এমনকি ম্যাচ রেফারিকে দিয়ে পাকিস্তানকে নির্যাতন করিয়েছে।” প্রসঙ্গত এদিন ভারত বনাম পাকিস্তানের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে পাকিস্তান দল নয় উইকেট হারিয়ে কেবলমাত্র ১২৭ রান বানাতে সক্ষম হয়েছিল যার জবাবে ভারতীয় দল ২৫ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ নিজেদের নামে করে নিয়েছিল। ইউসুফের এই নোংরা বয়ানের পর সমাজ মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Read Also: “দেশভক্তি শুধু ক্যামেরার সামনে…” কটাক্ষের মুখে সূর্যকুমার, মহসীন নকভির সাথে ছবি ভাইরাল  নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *