Mohammad Shami: আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে চলে যাবে ভারতীয় দল। যেখানে টিম ইন্ডিয়াকে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৫টি টি-২০ ম্যাচ খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয় দলের প্রাচীর বলা চেতেশ্বর পূজারার নাম নেই দল থেকে। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা অজিঙ্কা রাহানেকে আবারও টেস্ট সিরিজের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে।
এর সঙ্গে দলে যোগ হয়েছে কিছু নতুন মুখও। তবে এর মধ্যে আরও একটি বড় সিদ্ধান্ত হল মোহম্মদ শামির বাদ পড়া। শামির বদলে তরুণ তুর্কিরা সুযোগ পেয়েছেন দলে। তবে এবার কি টিম ইন্ডিয়ার যাত্রা শেষ হল শামির? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
Read More:দ্রাবিড় জামানার ইতি ঘটছে টিম ইন্ডিয়ায়, জয় শাহ’র হস্তক্ষেপে রোহিত-বিরাটের নয়া কোচ MS ধোনি!!
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফ্লপ ছিলেন শামি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ছিল হতাশাজনক। সম্ভবত এটি মাথায় রেখেই দল নির্বাচন করে নির্বাচক কমিটি। ফাইনালে ভারতকে ২০৯ রানে হারতে হয়েছিল। এই ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ৫ উইকেট নিয়েছিলেন। যেখানে সর্বোচ্চ রান করেন অজিঙ্কা রাহানে। তিনি ১৩৫ রান করেছিলেন। তবে এই ম্যাচে বল হাতে ফ্লপ হন শামি। আর তাই তাকে বসিয়ে নয়া খেলোয়ারদের দলে নিলেন।
এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি টিম ইন্ডিয়ায় শামির কেরিয়ার শেষ? বলা হচ্ছে বিশ্রাম দেওয়ার জন্য এই সিরিজে শামিকে রাখা হয়নি। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খারাপ পারফরমেন্সের পর তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওআর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর সেটার জন্য চেতেশ্বর পুজারার মতো অবস্থা হল শামির। শামির ফর্মের পাশাপাশি তার বয়সের কথাটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক নজরে শামির কেরিয়ার
শামি টিম ইন্ডিয়ার হয়ে প্রচুর ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন। এখনও পর্যন্ত ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে শামি নিয়েছেন ২২৯টি উইকেট। টেস্ট ক্রিকেটে তার সেরা পারফরম্যান্স ৫৬ রানে ৬ উইকেট নেওয়া। এর পাশাপাশি শামি খেলেছেন ৯০টি ওডিআই। এই ফর্ম্যাটে তিনি ১৬২টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে তাকে তাকে সফল বোলারের তকমা অবশ্যই দেওয়া যায়।
Also Read: জয় শাহ’র মারাত্মক চালে কুপোকাত পিসিবি, পাকিস্তান দলকে ২ বছরের জন্য সাসপেন্ড করছে আইসিসি !!