mohammad-nabi-to-retire-after-ct-2025

আগামী ফেব্রুয়ারিতে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসর। আয়োজক দেশ পাকিস্তান হলেও সম্পূর্ণ টুর্নামেন্ট সম্ভবত সেখানে আয়োজন করা যাবে না। ইতিমধ্যেই পড়শি দেশে পা রাখা নিয়ে আপত্তি জানিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তারা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজনের পক্ষে। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার কাছে বেশ কিছু বিকল্প প্রস্তাব ইতিমধ্যেই রেখেছেন মহসীন নকভি’রা। কিন্তু চিঁড়ে ভেজে নি কিছুতেই। ফলে পিসিবি এক প্রকার ধরেই নিয়েছে যে ভারতের ম্যাচগুলি মধ্যপ্রাচ্যের দুবাই বা শারজাতেই সরতে চলেছে। সেইমতই ব্যবস্থা নিচ্ছে তারা। আট দলীয় টুর্নামেন্ট পাকিস্তানের মাটিতে কতখানি সাফল্যমণ্ডিত হবে, ভারত আদৌ অংশ নেবে কিনা, এই সব বিতর্কের আবহেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে (CT 2025) ঘিরে বেজে উঠলো বিষাদের সুর। এই টুর্নামেন্টকেই বিদায়ের মঞ্চ হিসেবে বেছে করলেন মহম্মদ নবি (Mohammad Nabi)।

Read More: “ভারতের সাত খুন মাফ…” ঈশান কিষণের দিকে আঙুল তুলে বিসিসিআই’কে দুষলেন ওয়ার্নারের স্ত্রী !!

অবসর ঘোষণা মহম্মদ নবির-

Mohammad Nabi | CT 2025 | Image: Getty Images
Mohammad Nabi | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) পর আফগানিস্তান ক্রিকেটের ‘বৃদ্ধ বট’ মহম্মদ নবি (Mohammad Nabi) বিদায় জানাতে চলেছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে। ২০০৯ সালে প্রথমবার ওডিআই ক্রিকেটে অংশ নিয়েছিলো আফগান দল। সেই ম্যাচের একাদশে ছিলেন মহম্মদ নবি। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই শতরান করে জাত চিনিয়েছিলেন তিনি। এর পরের দেড় দশকে ধীরে ধীরে ক্রিকেটের দুনিয়ায় সাবালক হয়ে উঠেছে আফগান আটালান। এত অল্প সময়ে এই চমকপ্রদ সাফল্যের পিছনে নবির অবদান অনস্বীকার্য। ব্যাটে-বলে তাঁর পারফর্ম্যান্স নজর কেড়েছে বারবার। চল্লিশ ছুঁইছুঁই বয়সে এসেও ফর্মের শিখরেই রয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে নিজের সাম্প্রতিকতম ওয়ান ডে’তেও ঝলমলে ৮৪ রানের ইনিংস খেলেছেন। নিয়েছেন একটি উইকেট। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে নতুনদের সুযোগ করে দিতেই সরে দাঁড়াচ্ছেন তিনি।

সংবাদসংস্থা ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাৎকারে নবি’র (Mohammad Nabi) অবসরের খবরে সিলমোহর দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ নাসিব খান। তিনি জানিয়েছেন, “হ্যাঁ (মহম্মদ) নবি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ান ডে থেকে সরে দাঁড়াচ্ছে। নিজের ইচ্ছার কথা ও ইতিমধ্যে বোর্ড’কে জানিয়েও দিয়েছে। বেশ কয়েক মাস আগেই ও আমায় বলে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ান ডে কেরিয়ারে দাঁড়ি টানতে চায়। আমরা ওর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।” বিদায়ের বেদনার মাঝেই সুখবরও রয়েছে আফগানিস্তান ক্রিকেটের অনুরাগীদের জন্য। “চ্যাম্পিয়নস ট্রফির পরেও আমরা মনে করছি যে ও আন্তর্জাতিক টি-২০তে খেলা চালিয়ে যাবে” ক্রিকবাজকে জানিয়েছেন নাসিব। ২০২৫-এ এশিয়া কাপ আয়োজিত হবে টি-২০ ফর্ম্যাটে। ২০২৬-এ টি-২০ বিশ্বকাপ রয়েছে। এই দুই টুর্নামেন্ট খেলতে পারেন মহম্মদ নবি।

মহম্মদ নবির কেরিয়ার পরিসংখ্যান-

Rashid Khan and Mohammad Nabi | Image: Getty Images
Rashid Khan and Mohammad Nabi | Image: Getty Images

২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন মহম্মদ নবি (Mohammad Nabi)। আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম কারগর তিনি। দেশের হয়ে এখনও পর্যন্ত ১৬৫টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলেছেন তিনি। তারকা অলরাউন্ডারের ঝুলিতে রয়েছে ৩৫৪৯ রান ও ১৭১ উইকেট। ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। টি-২০তে দেশের প্রতিনিধিত্ব করেছেন ১২৯ ম্যাচে। সংগ্রহে ২১৪৯ রান ও ৯৬ উইকেট। টেস্ট ক্রিকেটে অপেক্ষাকৃত নতুন আফগানিস্তান। ৩ বার লাল বলের ফর্ম্যাটে দেশের জার্সি গায়ে চাপিয়েছেন নবি। ৩৩ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৮ উইকেট। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন তিনি। সানরাইজার্স, নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন আইপিএল।  কেরিয়ারে মোট টি-২০ ম্যাচের সংখ্যা ৪১৭। ৫৯৯৬ রান করেছেন তিনি। তুলে নিয়েছেন ৩৬০ উইকেট।

Also Read: সঙ্কটে শাকিব আল হাসান, সরকারি নির্দেশে ‘ফ্রিজ’ ক্রিকেট তারকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *