অস্ট্রেলিয়ার (India vs Australia Series) বিপক্ষে আসন্ন ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজ ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সাদা বলের সিরিজের আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ব্লু ব্রিগেডরা। কিন্তু একদিনের ক্রিকেট থেকে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে শুভমান গিলকে নিয়ে আসা এখনও মেনে নিতে পারছেন না অসংখ্য ক্রিকেট ভক্ত। টেস্ট ক্রিকেটের পর ওডিআই দলে এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছেন এই তরুণ তারকা। তবে গিলের ওপর এই সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)।
Read More: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বিরাট কোহলির, আজি’দের বিরুদ্ধে খেলবেন শেষ ম্যাচ !!
নতুন দায়িত্বে গিল-

রোহিত শর্মা অবসর ঘোষণার পর এই বছর ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে বেছে নেওয়া হয়েছিল। তিনি আইপিএলে (IPL 2025) গুজরাট টাইটান্সের (Gujarat Titans) হয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। চাপের মুখে দাঁড়িয়ে তার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচকদের নজরে ছিল। এরপর জাতীয় দলের দায়িত্ব পেয়ে ইংল্যান্ডের (India vs England Test Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। এই সিরিজে ব্লু ব্রিগেডরা ২-২ ম্যাচের ব্যবধানে ড্র করে।
এরপর এশিয়া কাপে (Asia Cup 2025) টি টোয়েন্টি দলেও কামব্যাক করেন গিল। এই টুর্নামেন্টে তাকে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায়। এবার ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) আগে একদিনের ক্রিকেটেও এই তরুণ তারকাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল। তাকে সামনে রেখেই দল গোছানোর কাজে নেমে পড়েছেন নির্বাচকরা। উল্লেখ্য এখনও পর্যন্ত গিল ৫৫ টি ওডিআই ম্যাচে ২৭৭৫ রান সংগ্রহ করেছেন।
চাপে পড়ে নিয়েছেন দায়িত্ব-

ভারতীয় দলের প্রধান কোচ অজিত আগরকার (Ajit Agarkar) এবং প্রধান কোচ গৌতম গম্ভীর সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। তাদের কারণেই রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয়েছেন বলেও জল্পনা তৈরি হয়। এবার হিটম্যানকে সরিয়ে জোর করে শুভমান গিলকে (Shubman Gill) ওডিআই নেতৃত্ব দেওয়া হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif)।
তিনি বলেন, “অজিত আগরকার এবং সহ নির্বাচকরা শুভমান গিলকে অধিনায়ক হওয়ার জন্য রীতিমতো চাপ দিয়েছেন। তিনি একদিনের ক্রিকেটের নেতৃত্বের দায়িত্বে আসতে চাননি। কিন্তু সবাই তাকে ভবিষ্যতে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার বিষয়ে একমত হয়েছিলেন। আমার মনে হয় সব কিছু তাড়াহুড়ো করা হচ্ছে। আমার স্পষ্ট কথা হল যে তার ওপর আর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না। শুভমান ইতিমধ্যেই টেস্টে অধিনায়কত্ব করছে এবং চার নম্বরে ব্যাট করছে।”