"যোগ্য সন্মান পান না সিরাজ.." ওভাল টেস্টের মাঝেই মহম্মদ কাইফের বিস্ফোরক মন্তব্য নিয়ে ক্রিকেট মহলের শুরু চর্চা !! 1

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন ইতিমধ্যেই শেষ হয়েছে ভারতীয় দলের। তবে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ ড্রয়ের মাধ্যমে মান-সম্মান রক্ষা করার লড়াইয়ে মাঠে নেমেছে শুভমান গিলের (Shubman Gill) দল। কিন্তু এর মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হ‌ওয়া ওভাল টেস্টে ভারতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার চোটের কারণে একাদশের বাইরে চলে গেছেন। সবচেয়ে বড়ো বিষয় জসপ্রীত বুমরাহ না থাকায় ভারতীয় বোলিং আক্রমণ নিয়ে চিন্তায় ছিলেন ক্রিকেট ভক্তরা। তবে পঞ্চম ম্যাচে এখনও পর্যন্ত মহম্মদ সিরাজের (Mohammed Siraj) পারফর্মেন্স দলকে ভরসা দিচ্ছে। এবার এই তারকা পেসারের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)।

Read More: “বেশি জ্ঞান দিতে আসবেন না…” ওভাল টেস্টে বিতর্ক, আম্পায়ারের উপর মেজাজ হারালেন KL রাহুল !!

দুরন্ত ফর্মে মহম্মদ সিরাজ-

"যোগ্য সন্মান পান না সিরাজ.." ওভাল টেস্টের মাঝেই মহম্মদ কাইফের বিস্ফোরক মন্তব্য নিয়ে ক্রিকেট মহলের শুরু চর্চা !! 2
Mohammed Siraj | Images: Getty Images

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি সিরিজে প্রথম থেকেই বল হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। যখন‌ই দরকার পড়েছে তখন‌ই তাকে জ্বলে উঠতে দেখা গেছে। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্ট ম্যাচে ভারতীয় দল প্রথম ইনিংসে মাত্র ২২৪ রানে অল আউট হয়ে যায়। এই রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রাউলি (Zak Crawley) এবং বেন ডেকেট (Ben Duckett) দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তারা ৭৭ বলে ৯২ রানের পার্টনারশিপ গড়েন।

এইরকম সময় প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj) দুইদিক থেকে বল হাতে চাপ সৃষ্টি করতে থাকেন। মহম্মদ সিরাজ ওলি পোপ (Ollie Pope), জো রুট (Joe Root), হ্যারি ব্রুক (Harry Brook) এবং জ্যাকব বেথেলের (Jecob Bethell) উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের মেরুদন্ড ভেঙে দেন। প্রথম ইনিংসে এই তারকা পেসার ১৬ ওভারে ৮৬ রান খরচ করে সংগ্রহ করেছেন মোট ৪ টি উইকেট। এর সঙ্গেই ১৬ ওভারে মাত্র ৬২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)।

প্রশংসায় মহম্মদ কাইফ-

"যোগ্য সন্মান পান না সিরাজ.." ওভাল টেস্টের মাঝেই মহম্মদ কাইফের বিস্ফোরক মন্তব্য নিয়ে ক্রিকেট মহলের শুরু চর্চা !! 3
Mohammed Siraj | Images: Getty Images

ভারতের বিপদের সময় বল হাতে মহাম্মদ সিরাজের (Mohammed Siraj) এই লড়াই বর্তমানে ক্রিকেট মহলে প্রশংসিত হচ্ছে। কিন্তু এই তারকা পেসার তার যোগ্য সম্মান পান না বলে এবার সরব হলেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “মহম্মদ সিরাজের (Mohammed Siraj) যে সন্মান প্রাপ্য তা কখন‌ই পান না। তার অদম্য লড়াইয়ের মনোভাব দর্শকদের স্টেডিয়ামে টেনে নিয়ে আসে। তিনি সত্যিই ভারতের চ্যাম্পিয়ন।” উল্লেখ্য এখনও পর্যন্ত সিরাজ (Mohammed Siraj) চলতি সিরিজে ৫ ম্যাচে ১৮ টি উইকেট সংগ্রহ করেছেন।

অন্যদিকে ম্যাচের দ্বিতীয় দিনে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krishna) বিধ্বংসী বোলিংয়ের সামনে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৭ রান সংগ্রহ করেছে। এই রান তাড়া করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) দ্বিতীয় ইনিংসে দুরন্ত অর্ধ শতরান হাঁকান। বর্তমানে তিনি ৪৯ বলে ৫১ রানে অপরাজিত আছেন। তবে সাই সুদর্শন (Sai Sudarshan) এবং কেএল রাহুল (KL Rahul) দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন‌। রাহুল (KL Rahul) ৭ রানে এবং সাই সুদর্শন (Sai Sudarshan) ১১ রানে আউট হয়ে দলকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে ভারত।

Read Also: “দো ভাই, দোনো তাবাই…” ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং কৃষ্ণ-সিরাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *