ভারতীয় দল আজ এজবাস্টনে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে দ্বিতীয় হাইভোল্টেজ টেস্ট ম্যাচে যাত্রা শুরু করতে চলেছে। প্রথম ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিয়েছে বেন স্টোকসের (Ben Stokes) দল। তারা ব্লু ব্রিগেডদের বিপক্ষে একই একাদশ নিয়ে আজ মাঠে নামবে। তবে ভারতীয় একাদশ কীরকম হতে চলেছে তা এখনও পরিষ্কার হয়নি। গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলকে জয়ের মধ্যে ফিরিয়ে আনার জন্য একাদশে একাধিক বদল করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে একাদশে ছিলেন না। এবার এই তারকা স্পিনারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)।
Read More: IND vs ENG: এজবাস্টনের আকাশে কালো মেঘের ভ্রুকুটি, দ্বিতীয় টেস্টে অসুর হয়ে দাঁড়াবে বৃষ্টি !!
কুলদীপকে নিয়ে কাইফের মন্তব্য-

রবিচন্দ্রন আশ্বিনের (Ravichandran Ashwin) অবসরের পর ভারতীয় টেস্ট দলে পূর্ণ স্পিনার হিসাবে কোন তারকা জায়গা করে নেবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। ইংল্যান্ড (IND vs ENG) সফরে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) দলে নিয়ে চমক দেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ইংল্যান্ডের আবহাওয়া এবং পিচের পরিস্থিতি অনুযায়ী রিস্ট স্পিনার হিসাবে তিনি সাহায্য পাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু হেডিংলেতে প্রথম টেস্ট ম্যাচ কুলদীপ যাদবকে (Gautam Gambhir)। একাদশে রাখা হয়নি। তার ফল ভুগতে হয়েছে ব্লু ব্রিগেডদের।
এবার দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) গুরুত্বপূর্ণ পোস্ট করলেন মহম্মদ কাইফ। ভারতের এই প্রাক্তন তারকা প্রশ্ন তুলে লেখেন, “কুলদীপ যাদব যদি দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে না থাকে তাহলে সেটা অন্যায় হবে। ৮ বছরে তিনি মাত্র ১৩ টি টেস্ট খেলেছেন। রবিচন্দ্রন আশ্বিনের কারণে কুলদীপকে মাঠের বাইরে রাখা হয়েছিল। এখন আপনি কোন উপযুক্ত কারণে একাদশ থেকে বাদ দিতে চাইছেন?” উল্লেখ্য কুলদীপ যাদব এখনও পর্যন্ত ভারতের হয়ে ১৩ টি টেস্ট ম্যাচে ৫৬ টি উইকেট সংগ্রহ করেছেন।
গিলের সামনে কঠিন লড়াই-

রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর ভারতীয় লাল বলের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) বেছে নেওয়া হয়। Paতিনি ভক্তদের নতুন করে আশা দেখিয়েছিলেন। হেডিংলেতে প্রথম ইনিংসে এই তারকা ব্যাটসম্যান ১৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে মুগ্ধ করেন। কিন্তু বোলিং বিভাগ এবং ফিল্ডিংয়ের ব্যর্থতার কারণে ভারতীয় টেস্ট দল হারের সম্মুখীন হয়।
অন্যদিকে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় টেস্ট দলে সাই সুদর্শনের (Sai Sudarshan) মতো তরুণ ব্যাটসম্যানকে ইংল্যান্ড সফরে সুযোগ দিয়েছেন। এছাড়াও দীর্ঘদিন পর করুন নায়ার (Karun Nair) আবারও জাতীয় লাল বলের দলে জায়গা করে নিয়েছেন। কিন্তু এই দুই ব্যাটসম্যান বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন। সাই সুদর্শন (Sai Sudarshan) প্রথম ইনিংসে শূন্য রানে এবং দ্বিতীয় ইনিংসে ৩০ রানে আউট হন। করুন নায়ারের (Karun Nair) ব্যাট থেকে প্রথম ইনিংসে আসে শূন্য রান এবং দ্বিতীয় ইনিংসে ২০ রান। ফলে এই দুই তারকা ব্যাটসম্যান দ্বিতীয় ম্যাচে ভারতীয় একাদশে জায়গা পাবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।