রোহিত শর্মা (Rohit Sharma) গত কয়েক বছরে অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে একাধিক সন্মান এনে দিয়েছেন। তার নেতৃত্বেই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2024) জয় করেছিল ভারতীয় দল। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (Champions Trophy 2025) সেরার শিরোপা এনে দিয়ে নতুন ইতিহাস রচনা করেন তিনি। কিন্তু তাও ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) আগে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) বেছে নিয়েছেন কর্মকর্তারা। এর মধ্যেই অস্ট্রেলিয়ার (India vs Australia Series) মাটিতে ব্যাট হাতে আবারও নিজেকে প্রমাণ করলেন হিটম্যান। ফলে তাকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। এবার মহম্মদ কাইফের (Mohammad Kaif) বিস্ফোরক মন্তব্য সামনে এল।
Read More: “ধন্যবাদ অস্ট্রেলিয়া..”, সিডনিতে শেষ ম্যাচ খেলে ভক্তদের উদ্দেশ্যে বিরাট-রোহিতের আবেগঘন বার্তা !!
নিজেকে প্রমাণ করলেন রোহিত-

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা। ফাইনালে নিউজিল্যান্ডের (IND vs NZ) বিপক্ষে ৮৩ বলে ম্যাচ জয়ী ৭৬ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। এরপর ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য নিজেকে গড়ে তুলেছিলেন। নিজের ফিটনেসের ওপর সবচেয়ে বেশি জোর দেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে তাকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
বিসিসিআই (BCCI) নির্বাচকদের এই সিদ্ধান্ত রীতিমতো সমালোচনার মুখে পড়ে। তবে এর মধ্যেই ৩৮ বছর বয়সী এই তারকা অজিদের বিপক্ষে মাঠে নেমে ব্যাট হাতে আবারও জ্বলে ওঠেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন। তৃতীয় ম্যাচে সিডনিতে আরও সফলভাবে ব্যাট হাতে দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যান। কোহলির সঙ্গে জুটি বেঁধে ১৬৯ বলে ১৬৮ রানের পার্টনারশিপ গড়েন। হিটম্যান সম্পূর্ণ করেন নিজের ওডিআই’এর ৩৩ তম শতরান। এমনকি সিরিজে ৩ ম্যাচে ২০২ রান সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন এই তারকা।
ক্ষুব্ধ মহম্মদ কাইফ-

এই রকম দুরন্ত ফর্মে থাকা রোহিতকে ২০২৭ পর্যন্ত অধিনায়ক হিসাবে বিসিসিআই রেখে দিতে পারতো বলে অনেকেই বর্তমানে উল্লেখ করছেন। এর মধ্যেই মহম্মদ কাইফের (Mohammad Kaif) গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এল। তিনি হিটম্যানের বিষয়ে বলেন, “রোহিত ভারতীয় ক্রিকেটকে ১৬ বছর দিয়েছেন। কিন্তু আমরা তাকে এক বছর দিতে পারলাম না অধিনায়ক হিসেবে। ১৬ টি বিশ্বকাপের ম্যাচের মধ্যে ১৫ টি ম্যাচে ভারতীয় দলকে জয় এনে দিয়েছেন। একটি মাত্র ম্যাচে হেরেছেন যেটা ছিল ২০২৩ একদিনের বিশ্বকাপের ফাইনাল।
চ্যাম্পিয়ন্স ট্রফির যে ফাইনাল ম্যাচ দুবাইতে হয়েছিল তাতে তিনি প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছিলেন। ওখান থেকে ট্রফি এনে দিয়েছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মার নামে ট্রফি রয়েছে। তারপর অবসর নিয়ে বড়ো মনের পরিচয় দিয়েছিলেন। তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা ছেড়ে দেন। ভারতীয় ক্রিকেটে যতক্ষণ তোমার সময় আছে ততক্ষণ খেলা চালিয়ে যেতে দেখা যায়। কিন্তু তিনি তা করেননি। সে তরুণ ক্রিকেটারদের সবকিছু শিখিয়েছেন। তাকে অন্তত ২০২৭ পর্যন্ত নেতৃত্বের দায়িত্বে রাখা উচিত ছিল।”
মহম্মদ কাইফ আরও বলেন, “রোহিত শর্মাকে এই ছোটখাটো ম্যাচ দিয়ে বিবেচনা করা চলবে না। তিনি বড়ো মঞ্চের ক্রিকেটার। এমনিতে ৩০-৪০ রান করবেন কিন্তু যখন বড়ো ম্যাচে দরকার হবে ম্যাচ জয়ী ইনিংস খেলবেন। ফলে কেউ যদি বলে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভালো করতে না পারলে তোমাকে বাদ দেওয়া হবে সেটা বোকার মতো কথা।”