টি-টোয়েন্টি ফরম্যাট ক্রিকেট মানচিত্রে খুব দ্রুত পরিবর্তন ঘটাচ্ছে। ফলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ২০ ওভারের ক্রিকেটের জনপ্রিয়তা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য এখন থেকেই যোগ্যতা অর্জনকারী দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাই আসন্ন এশিয়া কাপকে গুরুত্বের সঙ্গে দেখছে ব্লু ব্রিগেডরা। গতকাল এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকেই (Suryakumar Yadav) বেছে নিয়েছেন কর্মকর্তারা। তবে সহ অধিনায়কের পদে করা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। অক্ষর প্যাটেলকে (Axar Patel) এই পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে এবার মুখ খুললেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)।
Read More: “টিম ইন্ডিয়া নাকি টিম শুভমান ?” ঘোষিত এশিয়া কাপের স্কোয়াড, তুমুল হইচই নেটদুনিয়ায় !!
অক্ষরকে নিয়ে কাইফের মন্তব্য-

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে রোহিত শর্মা (Rohit Sharma) অবসর ঘোষণা করার পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তবে ২০ ওভারের ক্রিকেটে সহ-অধিনায়ক হিসেবে প্রথমে শুভমান গিলকে (Shubman Gill) বেছে নেওয়া হলেও সাম্প্রতিক সময় অক্ষর প্যাটেলকে (Axar Patel) এই দায়িত্ব সামলাতে দেখা যায়। তবে এবার এশিয়া কাপের জন্য ভারতীয় টেস্ট দলের অধিনায়ককে আবারও টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়েছে। যার ফলে ক্রিকেট মহলে শুরু হয়েছে বিতর্কের ঝড়।
এবার এই বিষয়ে মহম্মদ কাইফ (Mohammad Kaif) নির্বাচকদের বার্তা দিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “আশা করি সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি আগে থেকেই অক্ষর প্যাটেলকে (Axar Patel) জানানো হয়েছিল। আর যদি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এটি জেনে থাকেন তাহলে অবশ্যই নির্বাচকদের আলাদা করে ওকে ব্যাখ্যা দেওয়া দরকার। কারণ সহ-অধিনায়ক থাকাকালীন অক্ষর কোনো ভুল করেননি।” উল্লেখ্য এই তারকা অলরাউন্ডার এখনও পর্যন্ত ভারতের হয়ে ৭১ টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৩৫ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৭১ টি উইকেট তুলে নিয়েছেন।
গিলকে নিয়ে আশাবাদী দল-

এই বছর আইপিএলে দুরন্ত ফর্মে থাকার পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান শুভমান গিল (Shubman Gill)। সম্প্রতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে তিনি গড়েছেন একাধিক রেকর্ড। এবার এই তারকা ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্রিকেটে আবারও প্রত্যাবর্তন করলেন। শেষ ভারতের হয়ে ২০ ওভারের জার্সিতে তিনি গত বছর জুলাই মাসে মাঠে নেমেছিলেন।
এই বিষয়ে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বলেন, “যখন গিল ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল আমি তখন দলকে নেতৃত্ব দিচ্ছিলাম। ও ছিল সহ-অধিনায়ক। এখান থেকেই নতুন টি-টোয়েন্টি দলের যাত্রা শুরু হয়েছিল। তবে এরপর গিল (Shubman Gill) টেস্ট ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়ে। ফলে সেইভাবে টি-টোয়েন্টি খেলার সুযোগ পায়নি। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) খেলেছে ও। ফলে উপযুক্ত কারণেই টি-টোয়েন্টি দলে ফিরেছে। আমরা তাকে ফিরে পেয়ে খুশি।” উল্লেখ্য গিল এখনও পর্যন্ত দেশের হয়ে ২১ টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৭৮ রান সংগ্রহ করেছেন।