"RIP পাকিস্তান..." আমির-ইমাদকে সুযোগ দিতেই PCB'র উপর মেজাজ হারালেন মোহম্মদ হাফিজ, নিলেন একহাত !! 1

জমে উঠেছে চলতি আইপিএল, তবে প্রতিবেশী দেশ পাকিস্তানে চলছে নানান ধরণের সমালোচনা। কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছে পাকিস্তানের (PCB) নতুন হেড কোচের নাম। প্রাক্তন পাকিস্তানী অলরাউন্ডার আজহার মাহমুদকে (Azhar Mahmood) পাকিস্তান দলের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আর গতকাল পাকিস্তান দলের টি-টোয়েন্টি দলের স্কোয়াড প্রকাশ্যে এসেছে, আর এই স্কোয়াড দেখে রীতিমতন মেজাজ হারিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ হাফিজ (Mohammad Hafeez)।

আরও পড়ুন | নিজে থেকে নয় বরং এই ব্যাক্তির জন্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন MS ধোনি !!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি T20 ম্যাচ খেলবে পাকিস্তান

Pcb
Pakistan Cricket Team | Image: Getty Images

হাফিজ সোশ্যাল মিডিয়ায় করা নতুন পোস্ট দিয়ে লাইমলাইটে চলে এসেছেন। প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট দল আগামী ১৮ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে PCB। আর পাকিস্তান দলে এন্ট্রি হয়েছে বামহাতি পেসার মোহাম্মদ আমির (Mohammed Amir) ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের (Imad Wasim)। শুধু তাই নয়, বাবর আজমের হাতেই দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে। বিশ্বাস করা হচ্ছে, আসন্ন T20 বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেবেন বাবার।

যদিও দলে ফিরে আসতে অবসর ভেঙেছেন আমির ও ইমাদ। PSL’এ দুরন্ত ছন্দে থাকার পর তারা আবার জাতীয় দলে খেলার ইচ্ছাপ্রকাশ করেন। ২০২৩ ওডিআই বিশ্বকাপে বাবর আজম ছিলেন পাকিস্তান দলের ক্যাপ্টেন তবে দেশে ফিরে এসে তিনি তিন ফরম্যাট থেকে ক্যাপ্টেন্সি না করার সিদ্ধান্ত নিতেই সাদা বলে শাহীন ও লাল বলে শান মাসুদ কে ক্যাপ্টেন করা হয়েছিল। তবে, T20 দল প্রকাশ্যে আসতেই মেজাজ হারালেন  পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ একটি পোস্ট শেয়ার করেছেন।

PCB’র উপর মেজাজ হারালেন হাফিজ

Mohammed Hafeez, aus vs pak, pcb
Mohammed Hafeez | Image: Getty Images

১০ দিনের সিরিজের তিনটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে এবং দুটি ম্যাচ হতে চলেছে লাহোরে। ২০২০ সালে আমির তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তবে বিশ্বজুড়ে তিনি নানান T20 লীগ খেলে বেড়ান। অন্যদিকে, ২০২৩ ওডিআই ওয়ার্ল্ড কাপে দলে সুযোগ না পেয়ে ইমাদ গত নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, কিন্তু বোর্ড এবং নির্বাচকদের কথায় আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিলেন তিনি।

প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার এবং প্রাক্তন টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ নির্বাচকদের প্রতি অসন্তুষ্ট হয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে জানিয়েছেন, “RIP পাকিস্তান ডোমেস্টিক ক্রিকেট…“। আসলে পাকিস্তানি নির্বাচকরা ঘরোয়া লীগের কোনো প্লেয়ারকে আসন্ন T20 সিরিজে সুযোগ না দিয়ে আমির ও ওয়াসিমকে আবার সুযোগ দিয়েছে, যেটা মানতে পারছেন না হাফিজ। কয়েকদিন আগে পর্যন্ত হাফিজ পাকিস্তান দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। তিনি ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলের হয়ে টিম ডিরেক্টর ও তৎকালীন প্রধান কোচের ভূমিকা পালন করেছিলেন। তবে, PSL শুরু হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন।

আরও পড়ুন । স্বপ্নের উড়ান অব্যাহত মায়াঙ্ক যাদবের, আইপিএলের পর মাতাবেন টি-২০ বিশ্বকাপের আসর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *