“দ্বিপাক্ষিক সিরিজে না…” এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই, দাবি আজহারউদ্দিনের !! 1

IND vs PAK: অবশেষে জল্পনা কেটেছে এশিয়া কাপ নিয়ে। আগামী সেপ্টেম্বরে UAE-তে বসতে চলেছে এশিয়া কাপের আসর। ভারতে এই মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পাহেলগাঁও জঙ্গি হামলার পর বিসিসিআই এই টুর্নামেন্ট নিজেদের দেশে শুরু করার বিপক্ষে। কোনো আইসিসি ইভেন্ট হোক বা এশিয়া কাপ, ভক্তদের মূল দেখার বিষয়টি হলো ভারত বনাম পাকিস্তান ম্যাচ (IND vs PAK)। এবার এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। দুই দলই মোট ৩ বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দু’দেশের প্রাক্তন ক্রিকেটারেরা মনে করেন, সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই ম্যাচ হওয়াই উচিত নয়।

এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

Ind vs pak
IND vs PAK | Image: Getty Images

আগামী ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। এর পর সুপার ফোর এবং ফাইনালেও দেখা হতে পারে দুই দলের। প্রাক্তন ভারত অধিনায়ক মোহম্মদ আজহারউদ্দিন এই ম্যাচের বিরোধিতা করেছেন। এক সাক্ষাৎকারে আজহার বলেছেন, “যদি এশিয়া কাপের মঞ্চে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয় তাহলে দুই দলেরই খেলা উচিত। সেটা না হলে কোথাও খেলার দরকার নেই। তোমরা যদি নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না খেলো তাহলে এশিয়া কাপে মুখোমুখি হওয়ার কি দরকার ?

Read More: “আগে তাড়াতে হবে…” ইংল্যান্ডে ভারতীয় দলের প্রদর্শন দেখে মেজাজ হারালেন যোগরাজ সিং, কোচ গম্ভীরকে নিলেন একহাত !!

ভারত-পাক ম্যাচ নিয়ে বেফাঁস বয়ান আজহারের

“দ্বিপাক্ষিক সিরিজে না…” এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই, দাবি আজহারউদ্দিনের !! 2
Mohammad Azharuddin | Image: Twitter

অন্যদিকে, ভারতের আপত্তিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) প্রতিযোগিতায় পাকিস্তান ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। ভারতীয় দলের খেলোয়াড়রা অবশ্য এই ম্যাচটি না খেলার আর্জি জানিয়েছিলেন। আজহার এই ম্যাচ নিয়ে মন্তব্য করে বলেছেন, “এটা সরকার ও বোর্ডের ব্যাপার। তা ছাড়া WCL তো আর কোনো ঘোষণা করা টুর্নামেন্ট না, আইসিসি বা বিসিসিআইয়েরও কোনো ইভেন্ট নয়। এটা সম্পূর্ণ একটা ব্যাক্তিগত লীগ। তবে এশিয়া কাপ এসিসি কতৃক লীগ।” এবার WCL খেলতে থাকা হরভজন সিং (Harbhajan Singh), পাঠান ব্রাদার্স, শিখর ধাওয়ানরা (Shikhar Dhawan) পাকিস্তানের মুখোমুখি হওয়ায় অনরাজি ছিলেন। যে কারণে এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচটি ভেস্তে গিয়েছিল।

পহেলগাঁও কাণ্ডের পর ভারতের হয়ে কথা বলেছিলেন পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া। কিন্তু এ বার তিনি ভারতের বিরোধিতায় মুখ খুলেছেন। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় কানেরিয়া জানিয়ে দিয়েছেন খেলাধুলোকে খেলাধুলোই রাখা উচিত তাকে কূটনীতি বানানোর প্রয়োজন নেই। আসন্ন এশিয়া কাপের পুরো সময়সূচি এখনও প্রকাশ্যে না আসলেও এটা স্পষ্ট যে ভারত ও পাকিস্তান (IND vs PAK) উভয়কেই একই গ্রপে রাখা হয়েছে।

Read Also: IND vs PAK: “‌এশিয়া কাপ বয়কট করা হবে..”, ভারত-পাকিস্তান এক‌ই গ্ৰুপে থাকায় BCCI’কে হুমকি ভারতীয় ভক্তদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *