বর্তমানে আইপিএলের (IPL 2025) উন্মাদনায় মেতে উঠেছে ভারতীয় ক্রিকেট। প্রায় প্রতিটি ম্যাচেই ক্রিকেটাররা টুর্নামেন্টে চমক দিয়ে আলোচনায় উঠে আসছেন। সামনাসামনি ম্যাচ উপভোগ করা জন্য স্টেডিয়ামগুলিতেও উপস্থিত হচ্ছেন হাজার হাজার সমর্থক। চলতি টুর্নামেন্টে গত বছরের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৭ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হলেও প্লে অফের দৌড়ে লড়াই চালাচ্ছে। অন্যদিকে ২০২৪ আইপিএলের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। এর মধ্যেই প্রাক্তন ভারতীয় অধিনায়কের ওপর কড়া পদক্ষেপ নিলো হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে রীতিমতো হইচই পড়ে গেছে।
Read More: IPL 2025: অল্পে সন্তুষ্ট নন বৈভব সূর্যবংশী, আউট হয়ে চোখে জল বছর চোদ্দর কিশোরের !!
নাম মুছতে চলেছে মহম্মদ আজহারউদ্দিনের-

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ড ভারতের কিংবদন্তী ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) নামে নামকরণ করা হয়েছিল। কিন্তু এবার এই প্রাক্তন অধিনায়কের নাম স্টেডিয়াম থেকে সরিয়ে ফেলার নির্দেশ পেলো হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HCA)। এর সঙ্গেই এইচসিএকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) নাম দিয়ে আর টিকিট না বিক্রি করে। শনিবার হায়দ্রাবাদে ক্রিকেট অ্যাসোসিয়েশনের নীতিনির্ধারক কর্মকর্তার প্রধান ও বিচারক ভি.ইশ্বরিয়া এই আদেশ দিয়েছেন। সূত্র অনুযায়ী ২০১৯ সালে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ডের নাম ‘ডব্লিউএস লক্ষ্মণ প্যাভিলিয়ন”-এর পরিবর্তে মহম্মদ আজহারউদ্দিন প্যাভিলিয়ন’ করা হয়েছিল।
আজহারউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ-

‘মহম্মদ আজহারউদ্দিন প্যাভিলিয়ন’-এর নামকরণের সময় হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন স্বয়ং আজহারউদ্দিন (Mohammad Azharuddin) নিজেই। এই বিষয়ে যে কমিটি সিদ্ধান্ত নিয়েছিল তার সঙ্গেও এই কিংবদন্তি ক্রিকেটার যুক্ত ছিলেন। কমিটিতে থাকা অবস্থায় নিজের নামে প্যাভিলিয়নের নামকরণ হওয়ায় বিষয়টি একেবারেই আইন সম্মত হয়নি বলে অভিযোগ ওঠে আজহারউদ্দিনের বিরুদ্ধে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের লর্ডস ক্রিকেট ক্লাব (LCC) এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল। তারা আজহারউদ্দিনের নাম সরিয়ে দেওয়ার দাবি করে। লর্ডস ক্রিকেট ক্লাবের মতে ৩৮ নম্বর আইন অনুসারে অ্যাপেক্স কাউন্সিলের একজন সদস্যও তাদের নিজেদের স্বার্থে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এই অভিযোগের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়েছেন বিচারক ভি.ইশ্বরিয়া। ফলে আজহারউদ্দিনের নাম সরিয়ে দিয়ে ‘ডব্লিউএস লক্ষ্মণ প্যাভিলিয়ন”-এর নাম ফিরেয়ে আনা হবে।
আগেও বিতর্কে জড়িয়েছিলেন আজহারউদ্দিন-

২০০০ সালে মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) নাম কপিল দেবের (Kapil Dev) সঙ্গে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় জড়িত পাড়ে। কপিল দেব নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পেরেছিলেন। কিন্তু মহম্মদ আজহারউদ্দিনের ক্রিকেট জীবনে নেমে আসে অন্ধকার ছায়া। এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে এই কিংবদন্তি ক্রিকেটারকে আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে ২০১২ সালে অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) আজীবনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল।