ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি (Moeen Ali) সাধারণত সীমিত ওভারের ক্রিকেটে মিডল অর্ডার এমনকি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন। কিন্তু ওপেনার হিসেবে তিনি কতখানি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারেন তার প্রমাণ তিনি দিলেন ভাইটালিটি ব্লাস্ট টি-২০ টুর্নামেন্টে। ওয়ারউইকশায়ারের হয়ে বিধ্বংসী ব্যাটিং করে নজর কেড়ে নিলেন মঈন (Moeen Ali)। গত ১৯ জুলাই বার্মিংহ্যামের মাঠে তারা মুখোমুখি হয়েছিলো লেস্টারশায়ারের। একাই প্রতিপক্ষ বোলিং-কে গুঁড়িয়ে দেন মঈন। ওপেন করতে নেমে মাত্র ৫৯ বলে তিনি করেন ১০৩ রান। অ্যালেক্স ডেভিস (Alex Davies), ড্যান মুসলি, ক্রিস বেঞ্জামিনরা (Chris Benjamin) বড় রান না পেলেও মঈনের ব্যাটে ভর করেই ১৯৪ রানে পৌঁছে যায় ওয়ারউইকশায়ার।
Read More: IND vs SL: ভাগ্য খুলছে অভিষেক শর্মা’র, এই ক্রিকেটারের বদলে জায়গা পাচ্ছেন শ্রীলঙ্কা সফরে !!
১৬ বলে ৮২ রান মঈনের-
১৯ তারিখের ম্যাচে আগাগোড়া মারমুখী মেজাজে পাওয়া গেলো মঈন আলি’কে (Moeen Ali)। পাক বংশোদ্ভুত অলরাউন্ডার প্রতিপক্ষ বোলারদের কাউকেই রেয়াৎ করেন নি। ইনিংস সাজান ৯টি বিশাল ছক্কা ও ৭টি বাউন্ডারিতে। অর্থাৎ ১৬টি বলে তিনি তুলে নেন ৮২ রান। মঈনের ঝোড়ো ইনিংসে মুগ্ধ অনুরাগীরা। তাঁর ধুন্ধুমার ব্যাটিং-এর প্রশংসায় তাঁরা ভরিয়েছেন সোশ্যাল মিডিয়ার দেওয়াল। কুড়ি-বিশের ক্রিকেটে বর্তমানে ইংল্যান্ডের হয়ে ওপেন করতে দেখা যায় জস বাটলার (Jos Buttler) ও ফিল সল্ট’কে (Phil Salt)। মঈনের উচিৎ ওপেন করা, দাবী তুলেছেন অনেকেই। আগামী টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে কোচ ম্যাথু মট’কে (Matthew Mott) মঈনকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনা ঝালিয়ে দেখার অনুরোধ করেছেন তাঁরা।
মঈন আলির কেরিয়ার পরিসংখ্যান-
২০১৪ সালে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় মঈন আলি’র (Moeen Ali)। টেস্টে ইতিমধ্যে অবসর নিয়েছেন তিনি। খেলছেন কেবল ওডিআই ও টি-২০। দেশের হয়ে ৬৮টি টেস্টে ৩০৯৪ রান ও ২০৪টি উইকেট নিয়েছেন তিনি। রয়েছে ৫টি শতরান। ১৩৮টি একদিনের ম্যাচে ২৩৫৫ রান করেছেন মঈন (Moeen Ali)। ৩ বার পেরিয়েছেন শতকের গণ্ডী। উইকেট নিয়েছেন ১১১টি। আর আন্তর্জাতিক টি-২০তে তাঁর সংগ্রহ ১২২৯ রান। উইকেট ৫১টি। প্রথম শ্রেণির ক্রিকেটে মঈন করেছেন ১১৫১৪ রান। খেলেছেন ২০২টি ম্যাচ। উইকেটসংখ্যা ৩৯১। লিস্ট-এ ক্রিকেটে ২৫৫ ম্যাচ খেলে করেছেন ৫৬৫০ রান। নিয়েছেন ১৮৬ উইকেট। বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লীগে পরিচিত মুখ তিনি। টি-২০তে ৩৪৩ ম্যাচে ৬৬৬৫ রান ও ২২৪ উইকেট তাঁর সংগ্রহে।
সহজ জয় পেলো ওয়ারউইকশায়ার-
প্রথম ব্যাটিং করে মঈন আলি’র (Moeen Ali) শতরানের সুবাদে ৫ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তুলেছিলো ওয়ারউইকশায়ার। লেস্টারশায়ারের হয়ে জশ হাল ২টি ও স্কট কারি ২টি উইকেট নেন। স্পিনার রেহান আহমেদও (Rehan Ahmed) নেন ১ উইকেট। রান তাড়া করতে নেমে সমস্যার সম্মুখীন হয় লেস্টারশায়ার। শুরুতেই সল বুডিঞ্জার (Saul Budinger) আউট হন জ্যাকারি ফুকসের বলে। এরপর ঋষি প্যাটেল ও রেহান আহমেদকে আউট করেন ক্রেগ মাইলস। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক আঙিনায় খেলার অভিজ্ঞতাসম্পন্ন পিটার হ্যান্ডসকম্ব (Peter Handscomb) ছিলেন লেস্টারশায়ারের নেতৃত্বে। রান পান নি তিনিও। ব্যর্থ কিউই অলরাউন্ডার জেমস নীশম’ও। ড্যানি ব্রিগস, জেকব বেথেলদের বোলিং বিক্রমে ১৬.৪ বলে ১২২ রানেই গুটিয়ে যায় লেস্টারশায়ার। ৭২ রানে জয় ছিনিয়ে নেয় ওয়ারউইকশায়ার।