চলতি বছর জানুয়ারিতেই ক্রিকেট দুনিয়ায় শোনা গিয়েছিল এক বড় খবর। একেরপর এক খেলোয়াড়ের বিচ্ছেদের মাঝে উঠে এসেছিল ভারতের প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান ‘নজফগড়ের নবাব’ বীরেন্দ্র সেহবাগের নাম! (Virender Sehwag divorce)। শোনা গিয়েছিল, ২১ বছরের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে তাঁর ও স্ত্রী আরতি আহলাওয়াতের সম্পর্কে। তারপর থেকেই সমাজ মাধ্যমে নেটিজেনদের মধ্যে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল – এত বছর একসঙ্গে থাকার পর দম্পতির হঠাৎ এমন দূরত্ব কেন? আর সেই প্রশ্নের উত্তর যেন এবার আরও ঘনীভূত হলো! সমাজ মাধ্যমে একটি পোস্ট ঘিরে শুরু হয়েছিল জল্পনা।
সেহবাগ ও আরতির মধ্যে তৈরি হয়েছে দূরত্ব

এক সাংবাদিক হঠাৎ করেই সেহবাগ ও স্ত্রী আরতির সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করেছিলেন। ক্রিকেট মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া জুড়ে নাম উঠে এসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মানহাসের নাম! রজার বিন্নির পর বিসিসিআইয়ের নবনিযুক্ত সভাপতি হয়েছেন মিঠুন মানহাস। আর মিঠুনের সঙ্গে নাকি আরতির ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলেই খবর উঠে আসছে সমাজ মাধ্যমে। এক রহস্যময় পোস্টে মুরলী বিজয়–দীনেশ কার্তিক বিতর্কের কথা মনে করিয়ে সেহবাগ ও মিঠুনের বিষয়টি টেনে আনা হয়েছিল। সমাজ মাধ্যমে বেশ সক্রিয় থাকেন সেহবাগ। আর সেগবাগকে অনেক আগেই আনফলো করেছিলেন তাঁর স্ত্রী আরতি। এমনকি, দীর্ঘদিন ধরে সেহবাগের সাথে কোনো ছবি শেয়ার করেননি আরতি।
Read More: শুভমান গিলের বন্ধু বলেই দিল্লি একাদশে আবার পাবে সুযোগ, নয়তো রঞ্জি খেলার যোগ্য নয় !!
তাঁর শেষ পারিবারিক পোস্টটি ছিল ২০২৪ সালের দীপাবলিতে। যেখানে বিরু তাঁর দুই সন্তান ও মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেও, সেখানে স্ত্রী আরতির অনুপস্থিতি অনেক কিছুই বলে দিচ্ছিল। ২০০৪ সালে অরুণ জেটলির বাড়িতে জাকজমক পূর্ণ ভাবে আয়োজিত হয়েছিল সেহবাগ ও আরতির বিয়ে। দু’জনের পরিচয় অবশ্য অনেক পুরনো। বিরু যখন ৭ বছরের ছিলেন এবং আরতি তখন ৫ বছরের ছিলেন। তারা ছোট থেকে একে অপরের পরিচিত। আত্মীয়তার সূত্রে সম্পর্ক গড়ে ওঠে, তারপর প্রেম, আর শেষে বিয়ে। তাঁদের দুটি ছেলে- আর্যবীর ও বেদান্ত, যার মধ্যে বড় ছেলে আর্যবীর প্রতিযোগিতা মূলক ক্রিকেটে হাতে খড়ি দিয়ে ফেলেছেন।
মিঠুনের সাথে ভাইরাল হয়েছে আরতির ফাটল

এই জল্পনায় আরও ঘি ঢেলেছে এক নতুন ঘটনা। ভক্তরা লক্ষ্য করেছেন – সেহবাগ ও আরতির দুই ছেলে, আর্যবীর এবং বেদান্ত, সোশ্যাল মিডিয়ায় মিঠুন মানহাসকে (Mithun Manhas) ফলো করছে। বিষয়টি নজরে আসতেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছিল। শুধু তাই নয়, ২০২১ সালের একটি পুরনো ছবি হঠাৎই আবার ভাইরাল হয়েছে। সেই ছবিতে আরতি ও মানহাসকে একসাথে দেখতে পাওয়া গিয়েছিল। এই ছবিই গুজবকে আরও উস্কে দিয়েছিল। যদিও এখনও পর্যন্ত এই ত্রিকন প্রেম নাকি জল্পনা মাত্র তা জানা সম্ভব হয়নি।