রজার বিন্নির বিসিইসিআইয়ের (BCCI) সভাপতির পদ থেকে সরে আসার পর নতুন সভাপতি পদে কে বসবে তা নিয়ে বেশ চর্চা চলছিল সমাজ মাধ্যম জুড়ে। প্রাক্তন ভারত অধিনায়িক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) আবার একবার বিসিসিআই সভাপতি হতে পারেন বলে সমাজ মাধ্যমে বেশ চর্চা চলছিল। এমনকিজ সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের (Harbhajan Singh) নামও উঠে এসেছিল। তবে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ পাচ্ছেন না সৌরভ বা হরভজনের কেউই। পাঞ্জাবের এক খেলোয়াড় এবার পেতে চলেছেন এই গুরুদায়িত্ব।
রজার বিন্নি ভারতীয় ক্রিকেটের সভাপতি পদে বসার আগে এই পদে বসেছিলেন সৌরভ গাঙ্গুলি। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে দায়িত্ব পালন করেছিলেন সৌরভ। তাঁর অধীনে বিসিসিআইয়ের সোনালী দিন শুরু হওয়ার সাথে সাথে আরও বেশি রাজস্ব আদায় করতে সক্ষম হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সৌরভের পর রজার বিন্নি এই পদে বসেন। তবে, ২০২৫’ সালে ৭০ বছরে পা দিয়েছেন বিন্নি। লোধা কমিটির নিয়ম অনুযায়ী ৭০’ বছর বয়সী কোনো ব্যক্তি বিসিসিআইয়ের পদে বসতে পারেন না। যে কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়াতে হয়েছে বিশ্বকাপ জয়ী তারকাকে।
Read More: চোট চিন্তায় টিম ইন্ডিয়া, সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত তারকা অলরাউন্ডার !!
BCCI’এর সভাপতি হচ্ছেন এই তারকা

রজার বিন্নির পর এবার বিসিসিআইয়ের এবার বোর্ড সভাপতি হতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস। ভারতের জার্সিতে মাঠে নামার সুযোগ পাননি মিঠুন। তবে, আইপিএলের মঞ্চে কিংবা ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালস (ডেয়ারডেবিলস), পুনে ওয়ারিয়র ও চেন্নাই সুপারকিংসের হয়ে খেলেছিলেন তিনি। একসময় পাঞ্জাব ও গুজরাট দলের কোচিং স্টাফ ছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচে ৯৭১১ রান বানিয়েছেন তিনি। তাছাড়া, আইপিএলের মঞ্চে ৫৫ ম্যাচে ৫১৪ রান বানিয়েছিলেন তিনি। ভারতীয় দলে ঠাঁই না হলেও ভারতীয় এ দলে তাঁর খেলার সুযোগ হয়েছিল বেশ কয়েকবার। এবার সেই মিঠুন হতে চলেছেন বিসিসিইয়ের নতুন প্রেসিডেন্ট।
সূত্রের খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিসিসিআই-এর সভাপতি পদে বসতে চলেছেন মিঠুন মানহাস। শনিবার বোর্ডের সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। যদিও, সিএবি কিংবা পিসিএ থেকে যখন সৌরভ বা হরভজনের নাম উঠে এসেছিল বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করার জন্য। সেই পরিস্থিতিতে সৌরভ বা হরভজনের নাম বারবার উঠে আসছিল।
দায়িত্ব পেলেন না সৌরভ-ভাজ্জিরা

সূত্রের দাবি, মিঠুনের সঙ্গে বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন ভারতের হয়ে দুটি টেস্ট খেলা কর্ণাটকের প্রতিনিধি রঘুরাম ভাট। তবে তাঁকে বাছাই করা হবে না বলেই জানা গিয়েছে। সম্ভবত তিনি বোর্ডের নতুন কোষাধক্ষ্য হচ্ছেন। মিঠুন সভাপতি হলেও তাঁর ডেপুটি হিসাবে থাকছেন রাজীব শুক্লা। তাছাড়া, আইপিএল গভর্নিং কমিটি চেয়ারম্যান পদে থেকে যাচ্ছেন অরুণ সিং ধুমাল। আর সচিব পদে বহাল থাকছেন দেবজিৎ সাইকিয়া। আর যুগ্ম সচিব হচ্ছেন প্রভতেজ সিং ভাটিয়া।