হ্যাকারদের কবলে মিতালি রাজের টুইটার অ্যাকাউন্ট, ভক্তদের সতর্ক থাকার পরামর্শ........ 1

বিশেষ প্রতিবেদন: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কোনও ব্যাক্তির অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়াটা নতুন কিছু ঘটনা নয়। অ্যাকাউন্টে হ্যাকারদের আক্রমন স্বাভাবিক ঘটনা হিসাবেই মনে করেন অনেকে। বিভিন্ন রকমের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েও আটকানো যাচ্ছে না হ্যাকারদের। তারাও নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে প্রতিনিয়ত। এবার হ্যাকারদের কবলে পড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের টুইটার অ্যাকাউন্ট। এরপরে স্বাভাবিকভাবেই হতাশ এবং বিরক্ত ভারত অধিনায়ক।

হ্যাকারদের কবলে মিতালি রাজের টুইটার অ্যাকাউন্ট, ভক্তদের সতর্ক থাকার পরামর্শ........ 2
মিতালি রাজ

এখানে দেখুনঃ মিতালি রাজের উত্তরে কুপোকাত ক্রিকেট বিশ্ব

প্রসঙ্গত, এই মুহূর্তে ইংল্যান্ডের মাটিতে আইসিসি মহিলা বিশ্বকাপে খেলছে ভারতীয় দল। যেখানে প্রথম ম্যাচে মিতালিরা হারিয়েছে আয়োজক দেশ ইংল্যান্ডকে। দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার টনটনে ভারত খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

হ্যাকারদের কবলে মিতালি রাজের টুইটার অ্যাকাউন্ট, ভক্তদের সতর্ক থাকার পরামর্শ........ 3
মিতালি রাজ

জানা গিয়েছে, বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচের সময়ই হ্যাক করা হয় মিতালির অ্যাকাউন্ট। খবরটি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি, ক্রিকেট মহলে স্বাভাবিকভাবেই বেশ হৈচৈ পড়ে যায়। এর ফলে যে বিভ্রান্তি ছড়িয়ে পড়বে, তা বিলক্ষন জানেন সবাই। তাই নিজ ভক্তদের সতর্ক করে দিয়েছেন মিতালি। ভারত অধিনায়ক মিতালি  ৯ সেকেন্ডের একটি স্পেশ্যাল ভিডিও আপলোড করে ভক্তদের বার্তা দিয়েছেন। যেখানে তিনি বলছেন, “আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।”

এরপরে তিনি ভক্তদের কাছে আর্জি জানিয়েছেন, এখন টুইটারে তাঁর টুইট ও মেসেজগুলিকে যেন অগ্রাহ্য করা হয়। এই ভিডিওটি আপলোড করা হয়েছে সোমবার। যদিও এটি কোথায় এবং কখন তিনি করেছেন, সেই বিষয়ে মিতালি কিছু জানাননি।

হ্যাকারদের কবলে মিতালি রাজের টুইটার অ্যাকাউন্ট, ভক্তদের সতর্ক থাকার পরামর্শ........ 4
মিতালি রাজ

ভিডিও’তে দেখুন: শহরের গলিপথে মহারাজের ব্যাটিং

উল্লেখ্য, মহিলাদের চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে নক-আউট পর্বে যাওয়ার প্রশ্নে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ক্যাপ্টেন্সির পাশাপাশি ৭১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মিতালি। যিনি সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন, বই পড়ে তিনি নিজেকে ‘কুল’ রাখেন। মিতালি গত সাতটি একদিনের আন্তর্জাতিক ইনিংসেই অর্ধশতরান হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। গত সাতটি ইনিংসে ভারত অধিনায়কের রান যথাক্রমে ৭০*, ৬৪, ৭৩*, ৫১*, ৫৪, ৬২* এবং ৭১। ভারতীয় মহিলা দলের ‘ক্যাপ্টেন কুল’ হ্যাকারদের বিরুদ্ধে আইনত কোনও পদক্ষেপ নেবেন কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি।

হ্যাকারদের কবলে মিতালি রাজের টুইটার অ্যাকাউন্ট, ভক্তদের সতর্ক থাকার পরামর্শ........ 5
মিতালি রাজ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *