‘খেলবো না টুর্নামেন্ট’, চ্যাম্পিয়ন্স ট্রফির বোর্ডের মুখের উপর না বললেন এই তারকা খেলোয়াড় !! 1

আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা, তারপরেই পাকিস্তান ও দুবাইতে শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেন দুঃসময় কাটছে না দল গুলিফ। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) চোটের বিষয়ে বড় আপডেট সামনে এনেছে। BCCI স্পষ্টত জানিয়ে দিয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ছেন জসপ্রীত বুমরাহ। কোমরের চোটের কারণে খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ। শুধু ভারতীয় দলেই চোটের হানা পড়েনি, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দুঃসময় যেন কাটছে না। চোটের জন্য নয় বরং ব্যাক্তিগত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম সরিয়ে নিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নিলেন স্টার্ক

Champions trophy 2025
Mitchell Starc | Image: Getty Images

বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য অস্ট্রেলিয়ার যে চূড়ান্ত দল ঘোষিত হয়েছে সেখানে দেখা যায়নি মিচেল স্টার্কের (Mitchell Starc) নাম। ভাঙাচোরা অনভিজ্ঞ দল নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে এবার বিশ্বকাপ বিজেতা অস্ট্রেলিয়া। ব্যাক্তিগত কারণে অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক। স্টার্ক দল ছাড়তেই আরও দুর্বল হয়ে গেল অস্ট্রেলিয়া দল। চোটের কারণে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins), পেসার জশ হ্যাজেলউড (Josh Hazlewood), অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh)। এ ছাড়া কিছুদিন আগেই হঠাৎ করে ওডিআই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছিলেন মার্কাস স্টোইনিসও (Marcus Stoinis)।

Read More: IND vs ENG 3rd ODI: “বোঝা নেমে গেলো…” দাপুটে অর্ধশতক কোহলির, মহাতারকা ফর্মে ফেরায় স্বস্তিতে নেটজনতা !!

অস্ট্রেলিয়া স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, জেক ফ্রেজার ম্যাকগার্ক, স্পেন্সার জনসন এবং তনবীর সাঙ্ঘাকে। মিচেল স্টার্কের না খেলার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি (George Bailey) জানিয়েছেন, “মিচেল স্টার্কের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেটে ওর দায়বদ্ধতার কোনও তুলনা হয় না। সর্বদাই ও অস্ট্রেলিয়া ক্রিকেটের কথা ভেবেছে। ব্যাথা যন্ত্রনা নিয়েও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। দেশের বাইরে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার সুযোগ থাকলেও দেশের হয়ে খেলার সিদ্ধান্তকে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। ওনার সিদ্ধান্তকে সম্মান জানাই।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়া দল

স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রেভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জেক ফ্রেজার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, স্পেন্সার জনসন, তনবীর সাঙ্ঘা, ম্যাথু শর্ট এবং অ্যাডাম জাম্পা।

Read Also: Champions Trophy 2025: “ওদের যথেষ্ট গভীরতা আছে…” ‘ফেভারিট’ নয় ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবি শাস্ত্রী’র বাজি এই দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *