টিম ইন্ডিয়ার জন্য স্বস্তির খবর, প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন এই দুই অজি তারকা বোলার !! 1

দীর্ঘ ছয় বছর পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় টেস্ট সিরিজ ভারত বনাম অস্ট্রেলিয়া, ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ‘বর্ডার গভাস্কর ট্রফি’। তবে শুরুর আগেই বিশাল ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউড (Josh Hazlewood) ও মিচেল স্টার্ক (Mitchell Starc)। অ্যাচিলিসে চোটে ভুগছিলেন জশ। গত মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই এই সমস্যা। ব্যাঙ্গালুরুতে বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতি সারছিল অস্ট্রেলিয়া। সেখানে নেটে বোলিং করতে দেখা গেল না জশ হ্যাজলউডকে।

বর্ডার গভাস্কর ট্রফি থেকে বাদ পড়লেন দুই নির্ভরশীল অজি পেসার

Cummins Starc Hazlewood
2 inform Aussie pacers ruled out from the 1st match of Border Gavaskar Trophy

এমনকি আঙুলে চোট পেয়ে অনেক আগেই সিরিজ থেকে বাইরে চলে গিয়ে ছিলেন স্টার্ক, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আঙুলে চোট পান এই অজি পেসার। পেস বোলিং আক্রমণ নিয়ে ক্রমশ চাপ বাড়ছে অজি শিবিরে। হ্যাজলউড, স্টার্ক প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ার পরে দলে বলার হিসাবে দেখা যাবে অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins), স্কট বোলান্ড (Scott Boland), লান্স মরিস ( Lance Morris) সহ ক্যামেরন গ্রীনকে (Cameron Green), তবে গ্রীনকে বোলিং করানোর রিস্ক নিতে চাইবে না অজি শিবির, কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনিও আঙুলে চোট পেয়েছিলেন। যদিও ভারতের মাটিতে পেস বোলাররা কতটা উপযুক্ত হবে তা নিয়ে আছে সংশয়। কারণ ভারতে খেলা অনুষ্ঠিত হলে আমরা টার্নিং ট্রাক অর্থাৎ ঘূর্ণি পিচ দেখে অভ্যস্ত যে কারণে পেস বোলারের তুলনায় স্পিনারদের বেশি দেখা যেতে পারে সিরিজে।

সুযোগের ফায়দা তুলতে চাইবে ভারতীয় দল

Indian Test Team
Indian team needs to win the Border Gavaskar Trophy to qualify for the WTC final

ভারতীয় দলের কাছে এই বর্ডার গভাস্কর ট্রফি জেতা খুবই জরুরি, ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে চাইলে যেকোনো মূল্যে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে হবে। ভারতীয় দলে ফিরে এসেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), তার ডেপুটি হিসাবে দেখা যাবে কে এল রাহুলকে (KL Rahul), চোট কাটিয়ে দলে ফিরে আসলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), অস্ট্রেলিয়া দলের দুই পেসারদের অনুপস্থিতির ফায়দা তুলতে চাইবে ভারতীয় দল, যদিও ভারতীয় দলের দুই নির্ভরযোগ্য মিডিল অর্ডার ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) অনুপস্থিতি বোধ করবে ভারতীয় দল।

Read More: রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে কে সেরা ? স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন পাক পেসার সোহেল খান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *