আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের (India vs Australia Series) তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে একাধিক নাটকীয় মুহূর্ত তৈরি হয়। প্রথম ইনিংসে বারবার বৃষ্টি ম্যাচে সমস্যা তৈরি করেছিল। দীর্ঘদিন পর রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রভাব ফেলতে পারেননি। প্রথম ওডিআই ম্যাচের নেতৃত্ব দিতে নেমেও ফ্যাকাসে দেখাচ্ছিল শুভমান গিলকে (Shubman Gill)। এর মধ্যেই এবার এক অনন্য নজির পার্থে মাটিতে দাগ কেটে গেল। অজি পেসার মিচেল স্টার্কের (Mitchell Starc) অবিশ্বাস্য গতির বল নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে শুরু হয়েছে চর্চা।
Read More: “বিশ্বকাপ আর খেলতে হবে না…” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ রান আউট রোহিত শর্মা, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
স্টার্কের অবিশ্বাস্য নজির-

আজ ভারতের বিপক্ষে প্রথম থেকেই অস্ট্রেলিয়ান পেসাররা বল হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন। ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। ইনিংসের প্রথম ওভারে বল করতে আসেন মিচেল স্টার্ক। তিনি প্রথম বল করার পর টেলিভিশনের পর্দায় গতি দেখানো হয়। সেই সংখ্যা দেখে ক্রিকেট ভক্তরা রীতিমতো চমকে গিয়েছিলেন। দেখা যায় স্টার্ক ১৭৬.৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করেছেন।
এর ফলে তিনি শোয়েব আখতারের (Shoaib Akhtar) করা সর্বোচ্চ গতির বিশ্ব রেকর্ড ভেঙে ফেলেছেন বলে মনে করা হচ্ছিল। পাক তারকা প্রতি ঘন্টায় ১৬১.৩ কিমি বেগে বল করে ইতিহাস তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত তার এই রেকর্ড আজ পার্থের মাঠে ভেঙে চুরমার হয়ে যায়নি। আসলে স্টার্ক প্রতি ঘন্টায় ১৪০.৩ কিমি বেগে বোলিং করেছিলেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ভুল সংখ্যা দেখানো হয়।
ভারতের লজ্জাজনক হার-

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দলের দাপট অব্যাহত ছিল। ফলে অস্ট্রেলিয়ার মাটিতেও ব্লু ব্রিগেডদের ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছিল। নতুন অধিনায়ক শুভমান গিলের উপর ভরসা রেখেছিলেন কর্মকর্তারা। এর সঙ্গে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) দুরন্ত ইনিংস দেখার জন্য ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু টপ অর্ডার একের পর এক উইকেট হারিয়ে আজ দলকে চাপের মুখে ফেলে দেয়।
রোহিত ৮ রান এবং গিল ১০ রান করে মাঠ ছাড়েন। কোহলি খাতাই খুলতে পারেননি। শূন্য রানে ড্রেসিংরুমে ফিরে যান তারকা। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ফেরেন ১১ রানে। তবে অক্ষর প্যাটেল (Axar Patel) এবং কেএল রাহুলের (KL Rahul) ব্যাটিংয়ে ভর করে লড়াইয়ে ফেরে ব্লু ব্রিগেডরা। কিন্তু শেষ পর্যন্ত মিচেল মার্শের (Mitchell Marsh) বিধ্বংসী ব্যাটিং’এ ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত।