বাদ হার্দিক-সূর্যকুমার, এই খেলোয়াড়কে নতুন ক্যাপ্টেন ঘোষণা করলো বোর্ড !! 1

সমাপ্ত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট, অমীমাংসিত ভাবে সমাপ্ত হয়েছে দুই দলের ম্যাচ। তৃতীয় টেস্ট চলাকালীন ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) তার অবসরের ঘোষণা করেছেন। শুধু তাই নয় আসন্ন দুই টেস্টের জন্য নতুন স্কোয়াডের প্রকাশ করতে পারে টিম ইন্ডিয়া। তবে ইতিমধ্যেই নতুন এক খেলোয়াড়কে ক্যাপ্টেন ঘোষণা করলো বোর্ড। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক মাস সাদা বলের ক্রিকেটে কোনও স্থায়ী অধিনায়ক ছিল না নিউ জিল্যান্ডের। তবে, শেষমেষ মিটলো সমস্যা। এবার সাদা বলের অধিনায়কের নাম ঘোষণা করলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। কেন উইলিয়ামসন (Kane Williamson) দায়িত্ব ছাড়ার পর অবশেষে গুরুদায়িত্ব পেলেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)।

নতুন দায়িত্ব পালন করবেন স্যান্টনার

Mitchell Santner, ক্যাপ্টেন
Mitchell Santner | Image: Getty Images

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ প্রদর্শনের পর অধিনায়কত্ব ছাড়েন কেন উইলিয়ামসন। তার বদলে দলে এন্ট্রি নিলেন মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডের হয়ে ১০০টি ওডিআই ও ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কুড়ি ওভারের ফরম্যাটে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্যান্টনার। গত মাসে শ্রীলঙ্কা সফরে তিনি ছিলেন অধিনায়ক। এ বার পাকাপাকি দায়িত্ব পেলেন তিনি। ডিসেম্বরের শেষে ও জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা।

Read More: অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করতে ‘বিরাট’ মন্ত্র দিলেন কোহলি, টিম ইন্ডিয়া পেল সাফল্য !!

সাদা বলের ক্রিকেটে রেকর্ড বেশ ভাল স্যান্টনারের। নিউ জিল্যান্ডের হয়ে এক দিনের ক্রিকেটে মিচেল ১০০ ম্যাচে ১৩৭০ রান করেন এবং ১০৮টি উইকেট নিয়েছেন। তাছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ৭১০ রান বানিয়েছেন ও ১১৭টি উইকেট নিয়েছেন। সদ্য, ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ক্রিকেটে অসাধারণ প্রদর্শন দেখিয়েছিলেন তিনি। ভারতীয় ব্যাটসম্যানদের তার ফিরকির চালে নাজেহাল করে রেখেছিলেন। পুণেতে একটি মাত্র টেস্ট খেলেছিলেন তিনি, এক ম্যাচেই ১৩ উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ২ কোটি দিয়ে কিনে নিয়েছে তাকে। একই দলে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) খেলতে দেখা যাবে।

Read Also: বিরাট বা ভুবনেশ্বর নন, ১১ কোটির খেলোয়াড়কে হতে চলেছেন RCB-এর ক্যাপ্টেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *