বর্তমানে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছে। ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে আবারও ভারতীয় দলের দাপট ক্রিকেট ভক্তদের মন ছুঁয়ে গেছে। প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের এক ইনিংস এবং ১৪০ রানে হারিয়েছিল ব্লু ব্রিগেডরা। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই সিরিজের পর অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরে যাবে ভারতীয় ক্রিকেটাররা। আসন্ন গুরুত্বপূর্ণ সফরে ৩ ম্যাচের ওডিআই এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। অজিদের বিপক্ষে সব সময়ই দ্বিপাক্ষিক সিরিজ সহ টুর্নামেন্টগুলিতে ম্যাচ খেলা চ্যালেঞ্জিং হয়ে থাকে। এর মধ্যেই মিচেল মার্শ (Mitchell Marsh) ব্লু ব্রিগেডদের নিয়ে আক্রমনাত্মক মন্তব্য করলেন।
Read More: ৬,৬,৬,৬,৬.. পাকিস্তানি তারকার ব্যাটিং’এ ধ্বংস বোলিং আক্রমণ, ৩৯৪ রানের অবিশ্বাস্য ইনিংসে নতুন রেকর্ড !!
অস্ট্রেলিয়া সফরে ভারত-

আগামী বছর রয়েছে আইসিসির অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026)। এরপর ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে (ODI WC 2027) মেতে উঠবেন ক্রিকেট ভক্তরা। ফলে এর আগে প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজ যোগ্যতা অর্জনকারী দলগুলির কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় দল ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নামবে। এরপর ২৯ অক্টোবর থেকে শুরু হবে এই দুই দলের মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ইতিমধ্যে এই সফরের জন্য বিসিসিআই (BCCI) দল প্রকাশ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল একদিনের ক্রিকেটে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে আসা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তবে দীর্ঘদিন পরে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে (Virat Kohli) আবারও আন্তর্জাতিক মঞ্চে দেখার জন্য বর্তমানে ক্রিকেট ভক্তরা অপেক্ষা করছেন। এই দুই তারকা শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) দেশের হয়ে মাঠে নেমেছিলেন।
মিচেল মার্শের মন্তব্য-

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে এবার টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটে দুই ফরম্যাটেই নেতৃত্বে দেবেন মিচেল মার্শ (Mitchell Marsh)। প্যাট কামিন্সের (Pat Cummins) অনুপস্থিতিতে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে দেখা যাবে। এবার মার্শ ভারতীয় দলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে হইচই ফেলে দিলেন। তিনি এই বক্তব্যের মাধ্যমে কার্যত রোহিত-বিরাটদের চাপের মধ্যে রাখার চেষ্টা করলেন। মার্শ বলেন, “আমাদের প্রতিটি ক্রিকেটার বর্তমানে অ্যাশেজের (Ashes Series) জন্য প্রস্তুতি নিচ্ছে।
কিন্তু সবাই ভারতীয় দলের বিপক্ষে খেলতে পছন্দ করেন। দুই দেশের মধ্যে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এবং দল হিসেবে তাদের প্রতি অনেক সম্মান রয়েছে। আমার মনে হয় অ্যাশেজ সিরিজের আগে ভারতীয় দলের এই সফর খুবই গুরুত্বপূর্ণ। রোহিত-বিরাটদের হারানো আমাদের জন্য বড়ো অর্জন হবে।” উল্লেখ্য ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে এবং ওডিআই বিশ্বকাপের (ODI WC) ফাইনালে ব্লু ব্রিগেডরা অজিদের বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছিল। সেই ক্ষত এখনও ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটে আছে।