তৃপ্তি দিমরি নন, সৌরভের বায়োপিকে 'ডোনার' চরিত্রে অভিনয় করবেন এই বাঙালি অভিনেত্রী !! 1

মহারাজ সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) হলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় মুখ। ভারতীয় ক্রিকেটের অগ্রগতির পিছনে অন্যতম বড় ভূমিকা সৌরভের। সৌরভ শুধু ব্যাটসম্যান বা ক্যাপ্টেন হিসাবেই বিশ্ব ক্রিকেটে জনপ্রিয়তা পাননি, পরে তিনি বিসিসিআইয়ের প্রধান হয়েও কাজ করেছেন ও অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। সৌরভ গাঙ্গুলির বায়োপিক খুব জলদি প্রকাশিত হতে চলেছে। আইপিএল চলাকালীন জানা গিয়েছিল, পর্দায় সৌরভ রূপে ধরা দেবেন বিখ্যাত বলিউড অভিনেতা রাজকুমার রাও। তবে এবার প্রশ্ন উঠছে, তাহলে সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কাকে দেখা যাবে? এই নিয়ে শুরু জল্পনা শুরু হয়েছে সমাজ মাধ্যমে।

ডোনা গাঙ্গুলির চরিত্রের দেখা যাবে না তৃপ্তিকে

Sourav ganguly
Tripti Dimri | Image: Getty Images

প্রথমে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখতে পাওয়ার কথা ছিল। তবে, টলি পাড়ায় উঠেছে নতুন গুঞ্জন। এবার, ডোনা গাঙ্গুলির চরিত্রে টলিউডের নামজাদা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দেখতে পাওয়া যাবে। সূত্রের খবর, এই চরিত্রে অভিনয় করার জন্যে প্রস্তাব গিয়েছে মিমির কাছে। এমনকি, প্রযোজনা সংস্থার সাথেও নাকি কথাবার্তা মিটিয়ে নিয়েছেন মিমি তবুও এখনও তিনি নিশ্চিত হয়ে উঠতে পারেননি। কিছু সময়ও চেয়ে নিয়েছেন মিমি। খুব শীঘ্রই এই বায়োপিকের শুটিং শুরু হয়ে যাবে। জানা গিয়েছে, সৌরভের (Sourav Ganguly) সঙ্গে ডোনার যে প্রেম কাহিনী, তাদের বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে তাদের দাম্পত্য জীবনের নানান মুহূর্ত তুলে ধরা হবে এই বায়োপিকে। অন্যদিকে, লন্ডনে বসে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট দেখতে থাকা ডোনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে তিনি তাঁর চরিত্রে কাকে দেখতে পাওয়া যাবে সেবিষয়ে ওয়াকিবহাল নন।

ডোনার চরিত্রে দেখা যেতে পারে মিমিকে

তৃপ্তি দিমরি নন, সৌরভের বায়োপিকে 'ডোনার' চরিত্রে অভিনয় করবেন এই বাঙালি অভিনেত্রী !! 2
Mimi Chakraborty | Image: Getty Images

ডোনা মন্তব্য করে বলেছেন, “আমি এখনও যিনি জানি না। আমি হয়তো নিজেই করতে পারতাম (হাসি), কিন্তু বয়সটা এখন আর কমাব কি ভাবে ?” সৌরভের বায়োপিক পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওআনে। চলতি মাসের শেষ দিকেই শুরু হয়ে যাবে সিনেমার শুটিং। সূত্রের দাবি, মিমি চক্রবর্তী ছাড়াও বেশ কিছু বাঙালি অভিনেত্রীর কাছেই ডোনার চরিত্রে অংশ নেওয়ার জন্য অফার করা হয়েছে। আসলে, সৌরভ হলেন বঙ্গবাসীর গর্ব। যে কারণে, বাংলার পরিবেশ ও সংস্কৃতি ধরে রাখার জন্যই বাঙালি অভিনেতা অভিনেত্রীদের প্রাধান্য দেওয়া হবে বলেই জানা গিয়েছে। সৌরভের বায়োপিকের বেশিরভাগ শুটিং কলকাতা ছাড়া ইংল্যান্ডে করা হবে।

Read Also: Sourav Ganguly: “একদম অন্য রকম..”, অধিনায়ক শুভমান গিলের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ, জানিয়ে দিলেন সিরিজের ভবিষ্যত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *