2026 IPL'এর আগেই ডেওয়াল্ড ব্রেভিসকে ছেড়ে দিলো ফ্রাঞ্চাইজি, নতুন করে দল গোছাচ্ছে চেন্নাই !! 1

সারা বছর ধরেই আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে সঙ্গে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হয়ে থাকে। এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বর্তমানে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। আইপিএলের (IPL 2025) জাঁকজমকপূর্ণ আয়োজন প্রতিবছরই আরও আকর্ষণীয় হয়ে উঠছে। এই বছর ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) প্রথমবারের মতো ট্রফি জয় করে ভক্তদের স্বপ্ন পূরণ করেছে। এই ট্রফি জয়ের পর সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে ২০২৬ আইপিএলের (IPL 2026) জন্য দল নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন কর্মকর্তারা। এর মধ্যেই ডেওয়াল্ড ব্রেভিসকে (Dewald Brevis) ছেড়ে দিলো ফ্রাঞ্চাইজি।

Read More: অর্জুন-বৈভবের অভিষেক, আফগানিস্তানের বিপক্ষে অপেক্ষাকৃত দুর্বল ODI দল প্রকাশ করলো BCCI !!

বাদ পড়লেন ডেওয়াল্ড ব্রেভিস-

2026 IPL'এর আগেই ডেওয়াল্ড ব্রেভিসকে ছেড়ে দিলো ফ্রাঞ্চাইজি, নতুন করে দল গোছাচ্ছে চেন্নাই !! 2
Dewald Brevis | Images: Getty Images

এই বছর আইপিএলে (IPL 2025) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে দুরন্ত ফর্মে ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। তিনি ৬ ম্যাচে ১৮০ স্ট্রাইক রেটে ২২৫ রান সংগ্রহ করে সমর্থকদের মুগ্ধ করেছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেও বর্তমানে ব্যাট হাতে তান্ডব চালাচ্ছেন এই তারকা ব্যাটসম্যান। কিন্তু ২০২৬ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি (SA20) টুর্নামেন্টের আগে ডেওয়াল্ড ব্রেভিসকে (Dewald Brevis) ছেড়ে দিলো এমআই কেপ টাউন (MI Cape Town)।

২০২৬ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি (2026 SA20) লিগের নিলাম এই বছর ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। তার আগে ট্রেন্ট বোল্ট (Trent Boult), রশিদ খান (Rashid Khan), র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton), কাগিসো রাবাডা (Kagiso Rabada), জর্জ লিন্ডে (George Linde), করবিন বোশকে (Korbin Bosch) দলে ধরে রেখেছে এমআই কেপ টাউন (MI Cape Town)। উল্লেখ্য এই বছর দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে এই দলটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।

হতাশ করেছে চেন্নাই-

2026 IPL'এর আগেই ডেওয়াল্ড ব্রেভিসকে ছেড়ে দিলো ফ্রাঞ্চাইজি, নতুন করে দল গোছাচ্ছে চেন্নাই !! 3
CSK | Images: Getty Images

এই বছর আইপিএলে (IPL 2025) রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) নেতৃত্বে চেন্নাই সুপার কিংস (CSK) যাত্রা শুরু করেছিল। কিন্তু লিগ পর্বে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর সঙ্গেই চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথ থেকেই ছিটকে যান রুতুরাজ (Ruturaj Gaikwad)। ফলে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আবারও চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। কিন্তু ৪৪ বছর বয়সী এই অভিজ্ঞ তারকা দলকে ভরসা দিতে পারেননি। ব্যাট হাতেও ধারাবাহিকতা ব্যর্থ হয়েছেন ধোনি (MS Dhoni)।

তিনি এই বছর আইপিএলে (IPL 2015) ১৪ ম্যাচে মাত্র ১৯৬ রান সংগ্রহ করেন। ফলে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি। তবে ২০২৬ আইপিএলের (IPL 2026) আগে নতুন করে দল তৈরিতে মাঠে নেমে পড়েছেন কর্মকর্তারা। সূত্র অনুযায়ী রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তারকা উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson) ২০২৬ আইপিএলের আগে চেন্নাই দলে আসতে পারেন।

Read Also: নতুন সদস্য রিয়ান পরাগের পরিবারে, অসহায় সারমেয়’র দিকে স্নেহের হাত বাড়ালেন ক্রিকেট তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *