“বিরাট কোহলিকে প্রয়োজন…” ইংল্যান্ডে বেসামাল অবস্থায় টিম ইন্ডিয়া, শুভমানকে উপদেশ দিলেন মাইকেল ভন !! 1

Team India: লিডস ও লর্ডসে ভারতের দুর্দশার পর এবার ম্যানচেস্টারে ভারতীয় দলের হাত থেকে বেরিয়ে যাচ্ছে খেলা। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে হারতে বসেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের খেলার পরিসমাপ্তিতে ইংল্যান্ড ২ উইকেটে ২২৫ রান বানিয়েছে। আপাতত মাত্র ১৩৩ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। ভারতীয় দলের বোলারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন ইংল্যান্ড দলের ব্যাটসম্যানরা। ম্যানচেস্টার টেস্টে ভারতীয় দলের এই পরিণতির পর মুখ খুললেন প্রাক্তন ইংলিশ ক্যাপ্টেন মাইকেল ভন। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) তীব্র প্রশংসা করলেন ভন। ভনের মতে ভারতীয় দলকে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে গেলে বিরাট কোহলির মানসিকতা ব্যাবহার করতে হবে।

ম্যানচেস্টারে পিছিয়ে পড়েছে ভারত

ind-vs-eng-2025-4th-test-day-2-report, team india
ENG vs IND | Image: Gettt Images

ভন ক্রিকবাজে এক সাক্ষাৎকারে বলেছেন, “আমার মনে হচ্ছে তৃতীয় দিনেই খেলার নিষ্পত্তি হবে। ইংল্যান্ড যদি তৃতীয় দিনের শুরুটা ভালো করে তাহলে তারা ম্যাচ জিতবে এবং সিরিজ নিজেদের নামে করে নেবে। ভারত এবং শুভমন গিলকে তৃতীয় দিনে সেই বিরাট কোহলির মানসিকতা নিয়েই আসতে হবে। আমাদের দিনটি জিততে হবে। যদি তারা (ভারত) জিততে পারে, তাহলে খেলাটি জীবন্ত থাকবে। নাহলে এই সিরিজ তাদের জন্য এখানেই শেষ।” চলতি ম্যাচের কথা বলতে গেলে, প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল (Team India) ৩৫৮ রান বানিয়েছিল, ভারতের পক্ষ থেকে ৬১ রান বানান সাই সুদর্শন, ৫৮ রান বানা যশস্বী জয়সওয়াল এবং ৫৪ রান বানান ঋষভ পন্থ। ইংল্যান্ডের পক্ষ থেকে ক্যাপ্টেন বেন স্টোকস পাঁচ উইকেট নিয়েছেন। তাছাড়া, জবাবে ব্যাটিং করতে এসে ১১৩ বলে ৮৪ রান বানিয়েছেন জ্যাক ক্রোওলি ও ১০০ বলে ৯৪ বানান বেন ডাকেট। গতকাল ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করেছে তাতে শুভমান গিলের (Shubman Gill) ক্যাপ্টেন্সির উপর প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

গিলকে উপদেশ দিলেন ভন

harbhajan-on-shubman-and-team-india
Shubman Gill | Image: Getty Images

প্রসঙ্গত, মাত্র ২৬ বছর বয়সী শুভমান গিলের (Shubman Gill) উপর বড় দায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের অধিনায়ক হিসেবে শুভমানকে বাছাই করে নেওয়ার পর বেশ প্রশ্ন উঠেছিল। ব্যাটসম্যান হিসেবে শুভমানকে ছন্দে দেখালেও অধিনায়ক হিসেবে মাঠে বেশ কিছু ভুল করেই ফেলছেন শুভমান যার ফলে ভারতীয় দলকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। চলতি টেস্ট সিরিজে ভারত ১-২ ব্যাবধানে পিছিয়ে রয়েছে। ভারত যদি চলমান টেস্ট ম্যাচটি হারে তাহলে টিম ইন্ডিয়ার জন্য এই টেস্ট সিরিজে দেওয়ার মতন কিছু থাকবে না। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি যেটি এজবাস্টনে অনুষ্ঠিত হয়েছিল, সেই ম্যাচে অস্বাভাবিক ব্যাটিং ও বোলিং প্রদর্শন দেখিয়ে ইংরেজ বধ করেছিল ভারত।

Read Also: ঈশান কিষানের সাথে ছেলেখেলা করছে BCCI, হাতে ধরিয়ে দিয়েছে ‘মতিচুর কা লাড্ডু’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *