ক্রিকেটের সঙ্গে অর্থের প্রাচুর্য গত কয়েক বছরে সম্পৃক্ত হয়ে উঠেছে। অসংখ্য জনপ্রিয় কম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তারকা ক্রিকেটারদের দেখতে পাওয়া যায়। প্রাক্তন অনেক ক্রিকেটার নিজেদের সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেছেন। ফলে তাদের বিলাসবহুল জীবনযাত্রা ভক্তদেরও আকর্ষণ করে। ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ প্রকাশ করে থাকেন নেটিজেনরা। সাম্প্রতিক সময় হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) মতো তারকা ক্রিকেটারদের বিবাহ বিচ্ছেদের ঘটনা আলোচনায় উঠে এসেছিল। এর মধ্যেই এবার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি ডিভোর্স আলোচনায় উঠে এল।
Read More: ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান, বিশ্বকাপকে ঘিরে বিতর্কের আগুনে ঘি ঢালল পিসিবি !!
চর্চায় মাইকেল ক্লার্কের ডিভোর্স-

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হলেন মাইকেল ক্লার্ক (Michael Clarke)। এই তারকা ক্রিকেটার মডেল লারা বিঙ্গলের সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন। কিন্তু ২০১০ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০২০ সালের ১৫ মে কাইলি বল্ডিকে (Kyly Clarke) বিবাহ করেন। কাইলি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ। তিনি পেশায় একজন মডেল, টেলিভিশন উপস্থাপক এবং ইন্টেরিয়র ডিজাইনারও। এমনকি রেবেল স্পোর্টের মতো ব্র্যান্ডের অ্যাম্বাসাডর ছিলেন।
তবে এই জনপ্রিয় জুটির দাম্পত্য জীবন বেশি দিন স্থায়ী হয়নি। তারা ৮ বছর পর ২০২০ সালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৈবাহিক সম্পর্কে দাঁড়িয়ে টানেন। বিবাহ বিচ্ছেদের আগে ৫ মাস আলাদা ছিলেন ক্লার্ক এবং কাইল। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। শেষ পর্যন্ত আদালতের বাইরে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছিল। তবে আদালতের নির্দেশ অনুযায়ী বিপুল পরিমাণ অর্থ খোরপোশ হিসাবে দিতে হয়েছে অজি তারকাকে।
এই অর্থের পরিমাণ ৪০ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা। এটি এখনও পর্যন্ত ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি ডিভোর্সের ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে। ক্লার্ক এই বিপুল অর্থ মিটিয়েছেন। বিবাহ বিচ্ছেদ হলেও এখনও পর্যন্ত কাইলির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সূত্র অনুযায়ী ২০১৮ সালে এই অজি তারকা তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তাদের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ার পর্যন্ত উঠে আসে।
ক্লার্কের ক্রিকেট জীবন-

২০০৪ সালে অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক করেই চমক দিয়েছিলেন মাইকেল ক্লার্ক। তিনি এই অভিষেক ম্যাচে ১৫১ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে নয় অধিনায়ক হিসেবে তিনি জাতীয় দলকে এনে দিয়েছেন একাধিক সম্মান। ২০১১ সালে রিকি পন্টিং (Ricky Ponting) পদত্যাগ করার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েছিলেন ক্লার্ক। তার নেতৃত্বে ২০২৫ সালে অজি বাহিনী একদিনের বিশ্বকাপ জয় করে। এই তারকা ব্যাটসম্যান দেশের হয়ে ২৫৪ টি ওডিআই ম্যাচে ৭৯৮১ রান সংগ্রহ করেছেন।