“চুলোয় যাক ইন্ডিয়া…” এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব হারিয়ে ভারতের দিকে কটুবাক্যের ফোয়ারা ছোটালেন জাভেদ মিয়াঁদাদ !! 1

এশিয়া কাপ নিয়ে সমস্যা আর কাটছেই না। আর এই প্রতিযগিতা আয়োজন নিয়ে বিতর্কে জড়িয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তান। মাঠের থেকে মাঠের বাইরেও শুরু হয়েছে বিবৃতি এবং পাল্টা বিবৃতির লড়াই। সব মিলিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এশিয়ার ক্রিকেট মানচিত্রে। চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজিত হওয়ার কথা এশিয়া কাপের। পাকিস্তানের মাটিতে বসার কথা ছিলো আসর। কিন্তু নিরাপক্ষার প্রশ্ন তুলে পড়শি দেশে যেতে অস্বীকার করেছে ভারতীয় দল। কোনো অবস্থাতেই পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবেন না বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। সাফ জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। এই মর্মে বিবৃতিও জারি করেছেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। কোনো নিরপেক্ষা দেশে খেলা হোক এশিয়া কাপ, এমন দাবী জানিয়েছে ভারত। এতেই চটেছে পাকিস্তানের ক্রিকেটমহল। তাদের দেশ ক্রিকেটের জন্য সম্পূর্ণ নিরাপদ দাবী করে ভারতের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন PCB প্রধান নাজম শেঠি (Najam Sethi) থেকে পাক দলের প্রাক্তন ক্রিকেটার সঈদ আনোয়ার (Saeed Anwar), শাহিদ আফ্রিদিরা (Shahid Afridi)। গত সপ্তাহে বাহরিনে ACC(Asian Cricket Council)-এর বৈঠকে ভারতের দাবীতেই সিলমোহর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এশিয়া কাপ আয়োজনের সুযোগ হারাচ্ছে পাকিস্তান। ক্রিকেট কূটনীতিতে পরাজিত হওয়াকে ভালো ভাবে দেখছে না পাক ক্রিকেট। জাভেদ মিয়াঁদাদের (Javed Miandad) মত প্রাক্তণী সরাসরি আক্রমণ করে বসলেন ভারত’কে।

এশিয়া কাপ নিয়ে বিতর্ক বাড়ান রামিজ রাজা-

Ramiz Raja | image: twitter
Ramiz Raja was involved in a verbal spat with BCCI secretary Jay Shah regarding the hosting of the Asia Cup 2023

নাজম শেঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে পুর্নবহাল হওয়ার পূর্বে এই দায়িত্বে ছিলেন পাকিস্তান দলের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা (Ramiz Raja)। জয় শাহের পাকিস্তান না যাওয়ার মন্তব্যের পাল্টা দিতে গিয়ে একাধিকবার ভারতবিরোধী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত না গেলে, ভারতের অনুষ্ঠিত হতে চলে ২০২৩ একদিনের বিশ্বকাপে খেলতে যাবে পাক দল। বিস্ফোরক দাবী করেছিলেন তিনি। গত বছর ঊর্দু নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভারতের আগামী বছর যে একদিনের বিশ্বকাপ হওয়ার কথা আছে, পাকিস্তান যদি সেখানে না খেলে, তবে খেলা দেখবে কে? আমাদের অবস্থান স্পষ্ট, যদি ভারত এখানে আসে, আমরাও যাবো বিশ্বকাপ খেলতে যদি ওরা না আসে, তবে আমাদের ছাড়াই বিশ্বকাপ খেলতে হবে ভারতকে আগ্রাসী নীতি নেওয়ার কথা ভাবছি আমরাএকই সুরে কথা বলতে শোনা গিয়েছিলো আরেক পাক প্রাক্তণী সঈদ আনোয়ারকে (Saeed Anwar)। তিনিও পাকিস্তান বোর্ড’কে উপদেশ দিয়েছিলেন ভারতের বিরুদ্ধে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি’র কাছে অভিযোগ জানানোর জন্য। পাকিস্তানের উচিৎ আইসিসি’কে অনুরোধ করা, যাতে একদিনের বিশ্বকাপও নিরপেক্ষ কোনো দেশে সরিয়ে দেওয়া হয়।

স্পষ্ট নয় সিদ্ধান্ত, তোপ দাগলেন মিয়াঁদাদ-

Javed Miandad | image: twitter
Ex-Pakistan batter Javed Miandad has slammed India for not wanting to visit Pakistan

বাহরিনের বৈঠকে ভারতের তরফ থেকে উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। পাকিস্তান বোর্ডের প্রধান নাজম শেঠিও ছিলেন এই বৈঠকে। সেখানে এশিয়া কাপের সূচী ও স্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে পাকিস্তান অবশেষে আয়োজনের দায়িত্ব ছেড়ে দিতে রাজী হয়েছে। তবে সরকারীভাবে কোনো ঘোষণা এখনও আসে নি ACC-র তরফ থেকে। বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে প্রতিযোগিতার সাফল্যের কথা মাথায় রেখে ভবিষ্যতে কার্য্যপ্রণালী, সময়কাল এবং অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে ACC’র তরফে এই মর্মে একটি বিবৃতি জারি করা হয়েছে। ভারতের সামনে বৈঠকে মাথানত করতে হলেও বিষয়টি ভালো ভাবে দেখছে না পাকিস্তানের ক্রিকেটমহল। জোরালো হচ্ছে ভারতে আয়োজিত একদিনের বিশ্বকাপ বয়কট করার দাবী। শেষমেশ বাবর আজম (Barba Azam), শাহীন আফ্রিদিদের (Shaheen Shah Afridi) চলতি বছরের শেষ দিকে বিশ্বকাপে ভারতে খেলতে দেখা যাবে কিনা সেই প্রশ্নের উত্তর রয়েছে ভবিষ্যতের গর্ভে। তবে ভারতের ওপর যে বেজায় ক্ষেপেছেন পাকিস্তানের ক্রিকেটজনতা। তা স্পষ্ট মিয়াদাঁদের মন্তব্যেই। পাক ক্রিকেটের কিংবদন্তী জাভেরদ মিয়াদাঁদ (Javed Miandad) বলেছেন, “ভারত যদি পাকিস্তানে এসে এশিয়া কাপ না খেলে, তবে নরকে যাক ওরা। ভারতকে ছাড়াও পাকিস্তান ক্রিকেটের টিকে থাকতে কোনো সমস্যা হবে না।” মিয়াদাঁদের উস্কানিমূলক মন্তব্যের কোনো পালটা উত্তর অবশ্য এখনও অব্দি ওয়াঘার এই পার থেকে পাওয়া যায় নি।

Read More: “বদনাম করা বন্ধ করুন…” আদালতের তোপের মুখে শিখর ধাওয়ানের প্রাক্তন স্ত্রী আয়েষা মুখার্জি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *