লখনউয়ের বিরুদ্ধে আজ আইপিএল ২০২৫’এর (IPL 2025) ৪৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। আজকের রুদ্ধশ্বাস লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। পয়েন্ট তালিকার বিচারে ৯ ম্যাচ খেলার পর ৫টি জয় নিয়ে আপাতত চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই পল্টন এবং পঞ্চম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স দল বড় ধাক্কা খেয়েছে। বাঁহাতি অর্থোডক্স স্পিনার মিচেল স্যান্টনার চোটের কারণে লখনউয়ের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন এবং তার বদলে দক্ষিণ আফ্রিকার কোরবিন বস্ক আজ প্রথকম ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।
টস হেরে শুরুতে ব্যাটিং করতে এসে দুরন্ত সূচনা করেন রিয়ান রিকেলটন (Ryan Rickelton) ও রোহিত শর্মা (Rohit Sharma)। অবশ্য তৃতীয় ওভারেই রোহিত শর্মা ৫ বলে ১২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে অসাধারণ অর্ধ শতরানের ইনিংস খেলেন রিকেলটন। ৩২ বলে ছয়টা চার এবং চারটি ছক্কায় ৫৮ রান বানান রিকেলটন। উইল জ্যাকসের (Will Jacks) সঙ্গে রিকেলটনের ৩৫ বলে ৫৫ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল।
Read More: গৌতম গম্ভীরকে ISIS-এর নামে খুনের হুমকির জের, গুজরাতে আটক এক সন্দেহজনক ইঞ্জিনিয়ারিং ছাত্র !!
২১৬ রানের লক্ষমাত্রা রাখলো MI পল্টন

রিকেলটন আউট হলে ব্যাটিং করতে আসেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav).তাঁর আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। ব্যাট হাতে আবার একটি অর্ধ শতরানের ইনিংস খেললেন মুম্বাই দলের ভাইস ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ২৮বলে চারটি চার ও চারটি ছক্কায় ৫৪ বানান তিনি। তাছাড়া, উইল জ্যাকসের ব্যাট থেকে এসেছিল ২১ বলে ২৯ রান।
শেষের দিকে ১১ বলে ২৫ রানের ইনিংস খেলেন এবং করবিন বোস ১০ বলে ২০ রানের ইনিংস খেলে মুম্বইয়ের ইনিংসকে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৫ রান বানিয়েছে। মুম্বইয়ের হয়ে আজ ব্যার্থ হয়েছেন হার্দিক পান্ডিয়া (৬) ও তিলক ভার্মা (৫) দুজনেই। লখনউয়ের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন আবেশ খান ও মায়াঙ্ক যাদব। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন প্রিন্স যাদব, দিগবেশ রাঠি ও রবি বিষ্ণু।