MI vs GT: বাদ নমন ধীর ও রাহুল তেওয়াটিয়া, দুই দলের একাদশে আজ এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 1

IPL 2025: প্লে অফের দৌড়ে এগিয়ে থাকা দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স (Mumbai Indians vs Gujarat Titans) আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স ইতিমধ্যেই ৭ টি করে ম্যাচে জয় তুলে নিয়ে বর্তমানে যথাক্রমে ১৪ করে পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে এই ম্যাচে জয় তুলে নিয়ে দুই দলই এগিয়ে থাকতে চাইছে। তাই একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করে মাঠে নামতে পারে মুম্বাই ও গুজরাট। উইল জ্যাকস (Will Jacks) সাম্প্রতিক সময় হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) সেইভাবে ভরসা দিতে পারেননি। অন্যদিকে রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) গুজরাটের হয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। ফলে দুই ক্রিকেটারকে নিয়েই দলের কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

MI vs GT: বাদ নমন ধীর ও রাহুল তেওয়াটিয়া, দুই দলের একাদশে আজ এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 2
MI vs GT | Images: Getty Images

মুম্বাই ইন্ডিয়ান্স (MI) বনাম গুজরাট টাইটান্স (GT)

ম্যাচ নং- ৫৬

তারিখ- ০৬/০৫/২০২৫

ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই

সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

MI vs GT: বাদ নমন ধীর ও রাহুল তেওয়াটিয়া, দুই দলের একাদশে আজ এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 3
Wankhede Stadium | Images: Getty Images

ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচে ধারাবাহিকভাবে বাউন্স এবং ভালো গতির থাকায় ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসের সঙ্গে স্ট্রোক খেলতে সুবিধা পায়। তবে পেসাররাও প্রভাব বিস্তার করতে পারেন। শেষ ম্যাচে এই স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া ২১৬ রান তাড়া করতে নেমে লখন‌উ সুপার জায়ান্টস ৫৪ রানে হারের সম্মুখীন হয়। এখনও পর্যন্ত ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের মোট ১২১ ম্যাচ সফলভাবে আয়োজন করা হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল জয়লাভ করেছে ৫৬ ম্যাচে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয় পেয়েছে ৬৫ ম্যাচে। আইপিএলে ১৭০ হলো এই স্টেডিয়ামের প্রথম ইনিংসের গড় রান।

Read More: চলতি আইপিএলে কলকাতার শেষ ম্যাচেই অবসর নেবেন আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তীর মন্তব্যে চাঞ্চল্য !!

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশের শক্তিশালী দিক-

MI vs GT: বাদ নমন ধীর ও রাহুল তেওয়াটিয়া, দুই দলের একাদশে আজ এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 4
Rohit Sharma | Images: Getty Images

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ম্যাচে রাজস্থানের বিপক্ষে ৩৬ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) ২৩ বলে অপরাজিত ৪৮ রান সংগ্রহ করে দলকে সাহায্য করেছিলেন। ফলে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই দুই তারকা ব্যাটসম্যান ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন। অন্যদিকে রাজস্থানের বিপক্ষে ট্রেন্ট বোল্ট (Trent Boult) ৩ টি উইকেট সংগ্রহ করে বিপক্ষদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। এই তারকা পেসার আজ‌ও বল হাতে মুম্বাইকে নেতৃত্ব দিতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

গুজরাট টাইটান্স একাদশের শক্তিশালী দিক-

MI vs GT: বাদ নমন ধীর ও রাহুল তেওয়াটিয়া, দুই দলের একাদশে আজ এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 5
Shubman Gill | Images: Getty Images

গুজরাট টাইটান্সের দুই ওপেনার সাই সুদর্শন (Sai Sudarshan) এবং শুভমান গিল (Shubman Gill) বিধ্বংসী ফর্মে রয়েছেন। শেষ ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে গুজরাট অধিনায়ক ৩৮ বলে ৭৬ রান সংগ্রহ করেছিলেন। এই দুই ওপেনার আজ‌ও মুম্বাইয়ের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে হায়দ্রাবাদের বিপক্ষে প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেছিলেন। প্রসিদ্ধ কৃষ্ণা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও বল হাতে জ্বলে উঠতে পারেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-

MI vs GT: বাদ নমন ধীর ও রাহুল তেওয়াটিয়া, দুই দলের একাদশে আজ এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 6
MI vs GT | Images: Getty Images

ওপেনার: র‌্যায়ান রিকেলটন, রোহিত শর্মা,

মিডল অর্ডার: সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক)

ফিনিশার: উইল জ্যাকস, করবিন বোশ, রবিন মিঞ্জ

বোলার: দিপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ

উইকেটকিপার: র‌্যায়ান রিকেলটন

ইম্প্যাক্ট প্লেয়ার- করণ শর্মা/নমন ধীর

গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ-

ওপেনার: সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক)

মিডল অর্ডার: জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান

ফিনিশার: মহিপাল লোমরর, রশিদ খান

বোলার: সাই কিশোর, জেরাল্ড কোয়েটজি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা

উইকেটকিপার: জস বাটলার

ইম্প্যাক্ট প্লেয়ার- ইশান্ত শর্মা/রাহুল তেওয়াটিয়া

Read Also: IPL 2025: বৃষ্টিতে কপাল পুড়লো দিল্লির, লক্ষ্মীলাভ কলকাতার সহজে প্লে অফে করবে কোয়ালিফাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *