তাসের ঘরের মতন ভেঙে পড়লো মুম্বাইয়ের ব্যাটিং, তালিকায় শীর্ষে পৌঁছাতে গুজরাটের টার্গেট ১৫৬ !! 1

আইপিএল ২০২৫’এর (IPL 2025) ৫৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাত দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। মুম্বাই ইন্ডিয়ান্সের সূচনাটা আজ একেবারে মনের মতন হয়নি। দ্বিতীয় বলেই ওপেনার ব্যাটসম্যান রিয়ান রিকেলটন (Ryan Rickelton) ২ রান বানিয়েই প্যাভিলিয়নে ফেরেন। ব্যাট হাতে তিনি শেষ দুই ম্যাচেই অর্ধশতরান হাকিয়েছিলেন। তবে আজ সিরাজের বলে নিজের উইকেট হারিয়ে ফেলেন।

তিনে ব্যাটিং করতে আসেন উইল জ্যাকস (Will Jacks)। সিরাজের চতুর্থ বলেই সাই সুদর্শন জ্যাকসের সহজ একটি ক্যাচ ফেলে দেন। ফর্মে ফিরে আসা রোহিত শর্মা (Rohit Sharma) আবার একবার বামহাতি পেসারের বিরুদ্ধে উইকেট হারিয়েছেন। রোহিত ৮ বলে ৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। পাওয়ার প্লের ভিতর দুই উইকেট হারালেও মুম্বাই ইন্ডিয়ান্স ২ উইকেট হারিয়ে ৫৬ রান বানিয়ে ফেলেছিল।

ওয়ানখেড়েতে ব্যাটিং ধস মুম্বাইয়ের

Ipl 2025
Mohammed Siraj | Image: Getty Images

উইল জ্যাকস এবং সূর্যকুমার যাদবের মধ্যে ৪৩ বলে ৭১ রানের একটি পার্টনারশিপ  গড়ে উঠেছিল। সাই কিশোরের (Sai Kishore) বলে ২৪ বলে ৩৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন স্কাই। মুম্বাই দলের হয়ে  ৩৫ বলে সর্বাধিক ৫৩ রানের ইনিংস খেলেন উইল জ্যাকস। রশিদ খানের বলে  উইকেট হারান তিনি, আর তিনি আউট হতেই তাসের ঘরের মতন ভাঙতে থাকে মুম্বাইয়ের ব্যাটিং ইনিংস।

৩ বলে ১ রান বানিয়ে উইকেট হারান হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ৭ বলে ৭ রানে আউট হন তিলক ভার্মা (Tilak Varma)। শেষের দিকে করবিন বোশ ২২ বলে ২৭ রানের দুর্দান্ত একটি ক্যামিও খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রানে শেষ হয়েছে মুম্বাইয়ের ব্যাটিং। গুজরাটের হয়ে ছয় জন ই উইকেট পেয়েছেন। দলের হয়ে সর্বাধিক দুই উইকেট পেয়েছেন সাই কিশোর এবং একটি করে উইকেট পেয়েছেন সিরাজ, আরশাদ, রশিদ, কৃষ্ণ ও কোর্টজে। আজকের ম্যাচে যে দল জিতবে সেই দল চলতি আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে যাবে।

Read Also: IPL 2025 KKR vs CSK Match Preview: চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার মরণ-বাঁচন ম্যাচ, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *